ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যে কারণে সাকিব তামিমের সঙ্গে বিবাদ মেটাতে চান না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ৩১ ১৫:৫৯:৩৬
যে কারণে সাকিব তামিমের সঙ্গে বিবাদ মেটাতে চান না

বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরম্যান্সের পেছনের মূল কারণ সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল বিতর্ক। বিশ্বকাপের আগে শুরু হওয়া বিরোধ এখনো মেটেনি। মেটার নামও নেই। কারণ সাকিব সাফ জানিয়ে দিয়েছেন, এই বিরোধ মেটানোর কোনো ইচ্ছা তার নেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি তামিমের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান? জবাব শাকিব বলেন, ‘‘এখন আমার ফোকাস অন্য দিকে। যে প্রশ্ন আপনি করলেন তার জবাব দিতে চাই না। ওই বিষয়ে আমার কথা বলার কোনও ইচ্ছা নেই।’’

শাকিবকে আরও প্রশ্ন করা হয়েছিল যে বিশ্বকাপের দলে তামিম থাকলে কি দলের খেলা ভাল হত? জবাবে দু’রকম সম্ভাবনার কথা রেখেছেন বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শাকিব। তিনি বলেন, ‘‘বলা মুশকিল। যদি তামিম ভাল খেলত তা হলে দলের জন্য ভাল হত। আর যদি ও খারাপ খেলত তা হলে তো এটাই ভাল হয়েছে যে ও দলে নেই। খেলা শেষ হওয়ার পরে বোঝা যায় কোনও সিদ্ধান্ত সঠিক ছিল কি না। তাই এই বিষয়ে আর কিছু বলতে পারব না।’’

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে তামিমকে না রাখায় বিবাদের শুরু। তামিম অভিযোগ করেন যে নির্বাচকেরা তাঁকে মিডল অর্ডারে খেলতে জোর করছিলেন। তিনি জানিয়েছিলেন, নিজের জায়গা ছাড়বেন না। সেই কারণে তাঁকে দলে নেওয়া হয়নি। তামিমকে পাল্টা স্বার্থপর বলে উল্লেখ করেন শাকিব। তিনি জানান, দেশের স্বার্থে যে কোনও জায়গায় খেলতে রাজি হওয়া উচিত ছিল তামিমের। সেই বিবাদ যে এখনও মেটেনি তা শাকিবের কথা থেকেই পরিষ্কার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ