ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি যখন শুরু হবে,  মোবাইলে দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৯ ১০:৩২:৫০
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি যখন শুরু হবে,  মোবাইলে দেখবেন যেভাবে

সফরকারী বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট-বলে শক্তি দেখিয়ে জিতেছে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এটি ছিল টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়। দ্বিতীয় ম্যাচে জিতলেও এটা একটা রেকর্ড হবে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতবে বাংলাদেশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

চলতি বছর নিজেদের মাঠে তিন ম্যাচের সিরিজে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই ফরম্যাটে কোন সিরিজ না হেরে বছর শেষ করতে পারবে টাইগাররা।

শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটির দিন হলেও অনেকেই ব্যস্ততার কারণে ম্যাচটি টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখার সুযোগ পাবেন না। তারা সাবস্ক্রিপশনের মাধ্যমেও মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টেলিভিশন ও গ্রিন টিভি। মোবাইল থেকে ম্যাচটি উপভোগ করতেক্লিক করুনএই লিঙ্কে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ