ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ম্যাচ চলাকালে লিফটে আটকা পড়লেন আম্পায়ার, অতঃপর যা ঘটলো (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৮ ১০:৫৫:৫৬
ম্যাচ চলাকালে লিফটে আটকা পড়লেন আম্পায়ার, অতঃপর যা ঘটলো (ভিডিও)

ক্রিকেটে বিভিন্ন কারণে ম্যাচ বিলম্বিত হয়। পাকিস্তান-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের শুরু কিছুটা অদ্ভুত কারণে বিলম্বিত হয়েছে। এটিকে সর্বশেষ সংযোজন বললে সম্ভবত ভুল হবে না।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৬৪ রান অলআউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতি শেষে দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা মাঠে নামলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছিল না। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের সূত্রে জানা যায়, ম্যাচের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকা পড়ায় নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে পারেন নি, যার কারণে খেলা ও শুরু হয়নি।

রিচার্ড লিফটে আটকা থাকায় রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপি তৃতীয় আম্পায়ারের দায়িত্ব নিলে পুনরায় খেলা শুরু হয়। ততক্ষণে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।

দেশটির গণমাধ্যমের সূত্রে আরও জানা যায়, ইলিংওয়ার্থ বেশ কিছুক্ষণ পর লিফট থেকে বের হতে পেরেছেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৫২ রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাট করছিলেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ