ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টিতে নিজেদের নিয়ে যেমন আশা করেন অধিনায়ক শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৬ ১৫:১০:৩১
টি-টোয়েন্টিতে নিজেদের নিয়ে যেমন আশা করেন অধিনায়ক শান্ত

গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্টে না জেতার জন্য সংশোধনী এনেছিল বাংলাদেশ। ঘরের মাঠে তাদের বিপক্ষে ওয়ানডে জয় পায়নি নিউজিল্যান্ড। সেই আক্ষেপের অবসান ঘটল চলতি সফরেই। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে সংশোধনের পালা।

এবারের টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে রয়েছে টিম টাইগাররা। বাংলাদেশ তিনটি সিরিজে অংশ নিয়ে সবকটিতেই জিতেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য কিউইদের কাছ থেকে খুব একটা আশা করেন না।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ (মঙ্গলবার) নেপিয়ারে ট্রফি উন্মোচনে শেষে শান্ত বলেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।’

শান্তর ভাষ্য, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’

কিউই কন্ডিশনে পেসারদের ভালো কিছু করার সম্ভাবনা বেশি থাকে। একই সঙ্গে স্পিনারদের কাছেও ভালো কিছু চান শান্ত, ‘অবশ্যই, এখানে পেস বোলারদের তো বাড়তি একটু সুবিধা থাকেই। তারপরও ভিন্ন সংস্করণে খেলা। পেস, স্পিন দুই বিভাগেই আশা করছি তারা দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ