ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বিশ্বকাপে শতভাগ ফিট ছিলেন না তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৪ ২২:৪৫:১৯
বিশ্বকাপে শতভাগ ফিট ছিলেন না তাসকিন

অনেক প্রত্যাশা নিয়ে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রবেশ করেছে বাংলাদেশ দল। কিন্তু ব্যর্থতায় শেষ হলো টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপে বাংলাদেশের পেসার ভক্তদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তাসকিন-শরিফুল-মোস্তাফিজরা। বিশ্বকাপের পর তাসকিনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, বিশ্বকাপের জন্য তাসকিন শতভাগ ফিট নন।

বিশ্বকাপে তাসকিন শতভাগ ফিট ছিলেন না এমন মন্তব্য করে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরীফুলকে আইপিএলে না দেওয়ার কারণ হচ্ছে, তাদের চোট। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে, সে প্রায় ফিট। আপনারা জানেন, বিশ্বকাপে তাসকিন শতভাগ ফিট ছিলো না। ৫০ ভাগ ফিটনেস নিয়ে সে খেলেছে। বিশ্বকাপ হওয়ায় আমরা তাকে ম্যানেজ করে খেলিয়েছি।’

তামিম ইকবাল ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘তামিম তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে বলেছে। তামিম নিজেই চেয়েছে এখন চুক্তিতে না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের সিদ্ধান্ত জানাবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ