ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

যে কারণে তাসকিন-শরিফুলকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৪ ১৮:৪৭:৫৪
যে কারণে তাসকিন-শরিফুলকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি

বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আইপিএলে দল সুযোগ পেলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। মূলত, বিসিবি তাকে আইপিএল খেলতে দেয়নি। বিসিবি পরিচালক জালাল ইউনুস ব্যাখ্যা করেছেন কেন মোস্তাফিজকে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু বাকি দুই পেসারকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি।

বিসিবির এই পরিচালক জানান, তাসকিন ও শরিফুল ইনজুরিপ্রবণ হওয়ায় তাদের আইপিএল খেলার অনুমতি দেয়া হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট। আমাদের এই দুইজন (তাসকিন-শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। শরিফুল ফিট থাকলেও তার ইনজুরি প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। তাই বিসিবি অনুমতি দেয়নি।’

এর আগে, গত ১৯ ডিসেম্বর ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে দলে নেয়। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি। বাংলাদেশি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ