ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হারের পর বাংলাদেশী পেসারদের নিয়ে যা বললেন লাথাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২৩ ০৯:৫৭:২১
হারের পর বাংলাদেশী পেসারদের নিয়ে যা বললেন লাথাম

টানা ১৮টি ওয়ানডে হারার পর নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। যেখানে পেসারদের বিরাট অবদান। নিউজিল্যান্ডের ১০ উইকেটের সবকটিই গেছে চার পেসারের। শরিফুল ইসলাম-তানজিম সাকিবের এমন পারফরম্যান্সের পর প্রতিপক্ষ অধিনায়কের কণ্ঠে তাদের প্রশংসার ঢল নামে।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নিয়েছেন তানজিম সাকিব।

১৭তম ওভারে সাকিবের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম। টম লাথামকে ২১ রানে ফিরিয়ে দিনের প্রথম শিকার ধরেন এই বাঁহাতি পেসার। নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও উইকেটের দেখা পেয়েছেন তিনি। ১৯ তম ওভারে ২৫ রান করা উইল ইয়ংকে সাজঘরে ফেরান। এর এক ওভার পর ফিরে নিজের টানা তিন ওভারেই উইকেট তুলে নেন শরিফুল। এবার ২ রান করা মার্ক চ্যাপম্যানকে ফিরিয়ে কিউই টপ অর্ডার ভেঙে দেন শরিফুল।

অপর প্রান্তে সাকিবও আগ্রাসী ছিলেন। ২৩তম ওভারে ফিরে টম ব্লান্ডেলকে ফিরিয়েছেন তিনি। ৪ রানে ব্লাডেন ফিরলে ২৩ ওভার শেষে মাত্র ৭০ রান তুলতেই ছয় উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুল-সাকিবের মতোই এদিন কার্যকরী ছিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের ৬ উইকেট পরার পর বোলিংয়ে এসে ৩ উইকেট তুলে নেন সৌম্য। আর কিউইদের কফিনে শেষ পেরেকটা মারেন মুস্তাফিজুর রহমান। তাতে একশ'র আগেই অলআউট হয় নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে বাংলাদেশি পেসারদের নিয়ে টম লাথাম বলেন, 'অবশ্যই আমরা প্রত্যাশার চেয়েও বাজে খেলেছি...বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ