ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সাকিবকে যেকারনে দলে নিয়েছে কলকাতা, এই ভিডিও দেখলে মাথা ঘুরে যাবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২২ ১৬:২০:০৭
সাকিবকে যেকারনে দলে নিয়েছে কলকাতা, এই ভিডিও দেখলে মাথা ঘুরে যাবে

কলকাতা নাইট রাইডার্স দলে অচেনা-অচেনা খেলোয়াড়দের সুযোগ দিয়ে বারবার চমকে দিয়েছে। এবারের আইপিএল ২০২৪ নিলামেও ব্যতিক্রম ছিল না। বিহারের ১৯ বছর বয়সী ডানহাতি পেসার সাকিব হুসেনকে তুলে নিয়েছে নাইটস। কিন্তু কেকেআর হঠাৎ সাকিব হুসাইনকে দলে পেল কেন? এটা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল।

এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা বলতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচ খেলে ৪ উইকেট নেওয়া। তাও আবার ২০২২ সালে। কিন্তু এই তরুণেরআগুনে পেস বোলিং মুগ্ধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তাল বলে পেস ও বাউন্স নজর কেড়েছে। সেই কারণেই কেকেআর তাঁকে দলে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শাকিব হুসেনর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তার ম্যাচের ও এনসিএ-তে বোলিংয়ের কিথু কোলাচ রয়েছে। সেখানে কোথাও উইকেট হাওয়ায় ঘুড়িয়ে দিচ্ছেন তো ও কোথায় আবার ব্যাটাররা তাঁর ‘খতরনাক’ বাউন্সার খেলতে গিয়ে ল্যাজে গোবরে হচ্ছেন।

এর আগে চেন্নাই সুপার কিংসে নেট বোলার হিসেবে ছিলেন শাকিব হুসেন। এমএস ধোনির থেকে টিপসও পেয়েছেন। কেকেআরে সুযোগ পেয়ে খুশি এই তরুণ পেসার। প্রথম ১১-তে সুযোগ পেলে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত। একইসঙ্গে অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন শাকিব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ