ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এবারের আইপিএলে আসছে ভিন্ন এক নিয়ম, যার ক্ষতি যার লাভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ২১ ১১:৩৪:৪৫
এবারের আইপিএলে আসছে ভিন্ন এক নিয়ম, যার ক্ষতি যার লাভ

মঙ্গলবার দুবাইয়ে শুরু হয়েছে আইপিএলের নিলাম। তার আগেই বদলে গেল আইপিএলের এক নিয়ম। এখন থেকে একজন বোলার একটিতে দুটি বাউন্সার করতে পারবেন। বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

২০২৩-২৪ মরসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষা করা হয়ে গিয়েছে। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বোলারদের বাড়তি কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। ব্যাটারদের পক্ষে কিছুটা অসুবিধাও হয়েছে। খেলায় আরও প্রতিযোগিতা বেড়েছে।

আইপিএল নিলামে বিক্রি না হলেও ক্রিকেটারেরা খেলতে পারবেন ক্রোড়পতি লিগে, কোন নিয়মে?এই নিয়মকে সবার আগে স্বাগত জানিয়েছেন জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্রের এই বোলারের আইপিএল নিলামে ন্যুনতম মূল্য ৫০ লাখ। তাঁর মতে, বোলারদের কাছে ম্যাচ ঘোরানোর আরও একটি অস্ত্র চলে এসেছে। তিনি বলেছেন, “এক ওভারে দু’টি বাউন্সার খুবই কাজে লাগবে। ব্যাটারদের বিরুদ্ধে বোলারদের বাড়তি কিছুটা সুবিধা দেবে এই নিয়ম। এই ছোট পরিবর্তন বড় প্রভাব তৈরি করবে। বোলার বিসেবে আমার কাছে এই নিয়মের গুরুত্ব অনেকটাই।”

উনাদকাটের মতে, জোরে বোলারদের কাছে এই নিয়মের ফলে অনেক সুবিধা হবে। ডেথ ওভারে সাধারণত ইয়র্কার দেওয়ার দিকেই তাদের নজর থাকে। কেউ কেউ স্লোয়ারও দেন। দু’টি বাউন্সার থাকার ফলে ডেথ ওভারে তাদের হাতে অতিরিক্ত অস্ত্র চলে আসছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি কাজে লাগতেই পারে।

পরের আইপিএলেও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম রেখে দেওয়া হয়েছে। আগের মতোই টসের আগে ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা দলগুলিকে জানিয়ে দিতে হবে। যে কোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ