ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নির্বাচক কমিটি সবসময়ই পরিবর্তন হওয়া ভালো, পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ১৬ ২০:২১:৪১
নির্বাচক কমিটি সবসময়ই পরিবর্তন হওয়া ভালো, পাপন

আর কয়েকদিন পরই শেষ হয়ে যাচ্ছে বিসিবি নির্বাচক কমিটির ম্যান্ডেট। নতুন বছরে নির্বাচক কমিটি পুনর্গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৬ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, একঘেয়েমি দূর করতে কমিটি পরিবর্তন করা হবে।

হাবিবুল বাশার নির্বাচক হিসেবে কাজ করছেন ১৩ বছর। মিনহাজুল আবেদীন নান্নু নির্বাচক হিসেবে কাজ করছেন ২০১১ সাল থেকে। আর রাজ্জাকের দায়িত্ব পালন করার সময় বাকি দুইজনের মতো এত দীর্ঘ নয়। বিসিবি সভাপতি জানান, পরিবর্তন আসাটা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।

তিনি বলেন, ‘পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। দীর্ঘ সময় হয়েছে, সবসময়ই পরিবর্তন হওয়া ভালো। কাউকে দায় দিয়ে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা। ’

বিসিবি সভাপতি বলেন, ‘দেখেন, আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ