ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ম্যাচ শুরু আগে চরম দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ১৬ ১৯:৩৮:০০
ম্যাচ শুরু আগে চরম দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচের পরপরই মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪ টায় স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে টাইগাররা।

ব্যাটসম্যানদের ভালো থাকার সুবাদে এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সৌম্য, ঋষদ্র রণ দেখতে পেল। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে বড় কোনো নাম ছিল না। তবে মূল ম্যাচে কিউইদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

এদিকে, নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সময় সকাল ১১টায় মাঠে নামবে লিটন-শান্তরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ।

বিশেষ করে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া প্রায় পুরোটা সময়ই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বাতাসের আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে ৭৬ শতাংশ।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি নিয়ে ভাবতে চান না টাইগার অধিনায়ক শান্ত। তিনি বলেন, বৃষ্টিটা আসলে নিয়ন্ত্রণে নেই। কন্ডিশনও আসলে নিয়ন্ত্রণে নেই। তো এটা নিয়ে ভাবার আসলে সুযোগ নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে