ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিদায়ী সিরিজে ওয়ার্নারের ঝড়, বিশাল সেঞ্চুরিতে ভালো অবস্থানে অষ্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ১৪ ১৭:৩৫:৩৮
বিদায়ী সিরিজে ওয়ার্নারের ঝড়, বিশাল সেঞ্চুরিতে ভালো অবস্থানে অষ্ট্রেলিয়া

বিদায়ী সিরিজে ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরি, ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

এই সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ব্যাটিং ভঙ্গিও বলে দিচ্ছে বিদায়ী সিরিজটা স্মরণীয় করে রাখবেন তিনি ।

পার্থে সিরিজের প্রথম টেস্টে বিশাল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ১৬৪ রানের ইনিংসে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৪৬ রান করেছে অস্ট্রেলিয়া।

টসভাগ্য হয়েছিল অস্ট্রেলিয়ার পক্ষে। উসমান খাজার সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৬ রান করেন ওয়ার্নার। খাজা ৪১ রান করেশাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন।

ইনিংস বাড়াতে ব্যর্থ হন মার্নাস লাবুশেন। ফাহিম আশরাফের বলের ফাঁদে পড়ার আগে ১৬ রান করেন তিনি। ওয়ার্নার তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথের সাথে ৭৯ রান এবং ট্র্যাভিস হেডের সাথে চতুর্থ উইকেটে ৬৬ রানের আরও দুটি জুটি গড়েন।

স্মিথ (৩১) অভিষিক্ত পেসার খুররম শাহজাদের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। আরেক অভিষিক্ত অলরাউন্ডার আমির জামালের শিকার হন হেড (৪০)।

কিন্তু স্টাইলে মাঠ ছাড়েন ওয়ার্নার। ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১৬৪ রানের একটি ইনিংস আসে তার উইলো থেকে। এটি তার ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ