১ সপ্তাহর ব্যাবধানে বেড়ে গেল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছানোর পর স্বর্ণের দাম কমছে। একপর্যায়ে সেফ হেভেন মেটালটি তীব্রভাবে পড়ে যায়। কিন্তু ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। শুধুমাত্র বুধবার (১৩ ডিসেম্বর) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ শতাংশের বেশি। আগের কার্যদিবসেও দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধির চক্রের অবসান ঘটাবে। ফলে দেশের মুদ্রা ডলারের মান কমেছে। একই সময়ে, মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমেছে। ফলে সোনার দাম বাড়ছে।
আলোচ্য কর্মদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বগামী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০০৪ ডলার ৭৯ সেন্টে। আগের দিন বেড়েছিল শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয় ১৯৭৮ ডলার ৬৮ সেন্টে।
আলোচিত দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দামে উত্থান ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯৭ ডলার ৩০ সেন্টে। আগের কর্মদিবসে তা ছিল ১৯৯৩ ডলার ২০ সেন্টে।
বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেড। ইউএস কেন্দ্রীয় ব্যাংকের ১৭ থেকে ১৮ কর্মকর্তা অনুমান করছেন, ২০২৪ সালের শেষদিকে এখনকার চেয়ে সুদহার কমবে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।
গত ১ ডিসেম্বর আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৩৫ ডলার ৪০ সেন্টে। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পায় প্রায় ১৫০ ডলার। পরে ১০ ডিসেম্বর থেকে আবারও বাড়ছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসার পরিচালক ডেভিড মেগার বলেন, ফেড স্বীকার করেছে মূল্যস্ফীতি কমছে। তাতে সুদের হার কমার প্রত্যাশা জেগেছে। ফলে ইল্ড ও ডলারে নাটকীয় পতন দেখা যাচ্ছে। সঙ্গত কারণে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পাচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?