ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচটি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ১১ ১২:০৭:৫৬
এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচটি

তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে। যুব এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুব দল।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। বাংলাদেশ-জাপান ম্যাচ ছাড়াও একই সময়ে যুব এশিয়া কাপ খেলবে শ্রীলঙ্কা-ইউএই।

নিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশের যুবারা। শনিবার (০৯ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারায় সাকিব-তামিমের উত্তরসূরীরা। বাংলাদেশের দেয়া ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থেমে যায় আমিরাতের ইনিংস।

এদিকে, বাংলাদেশ-জাপান ম্যাচটি মোবাইলে সহজেই দেখার ব্যবস্থা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখাবে তারা। বাংলাদেশের ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কা-আরব আমিরাত ম্যাচটিও ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে এসিসি।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন

ম্যাচ সূচি- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপবাংলাদেশ-জাপানসকাল ১১–৩০ মিনিট, এসিসি ইউটিউব চ্যানেল

শ্রীলঙ্কা-আরব আমিরাতসকাল ১১–৩০ মিনিট, এসিসি ইউটিউব চ্যানেল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে