ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

২য় টেস্ট ইস্যুতে, নতুন তথ্য গোপন করলেন হাথুরেসিংহে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৫ ১১:৫৮:৩১
২য় টেস্ট ইস্যুতে, নতুন তথ্য গোপন করলেন হাথুরেসিংহে

সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১ পেসার ও ৩ স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানকেই বিপাকে ফেলেছেন টাইগার স্পিনাররা। এমনকি পার্টটাইমার মুমিনুল হকও উইকেটের আভাস পেয়েছেন। সিলেট লেগ ওভারে টাইগারদের এখন লক্ষ্য মিরপুর টেস্ট। আর এই ম্যাচে বাংলাদেশ একাদশে কী পরিবর্তন হবে? নাকি টিম ম্যানেজমেন্ট সেই স্পিনের ওপর ভরসা রাখবে, এটাই এখন সবার কাছে বড় প্রশ্ন।

মঙ্গলবার ম্যাচের একদিন আগে মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। সে সময় টাইগারদের প্রধান কোচের কাছে জানতে চাওয়া হয়, ঢাকা টেস্টে প্লেয়িং ইলেভেনের সঙ্গে তার দল কেমন খেলবে? জবাবে হাথুরুসিংহে সহজভাবে উত্তর দিয়েছিলেন, "আমি এর চেয়ে বেশি তথ্য দিতে চাই না।"

নিউজিল্যান্ড শুনে যাবে সেটাই হয়ত মুখ্য কারণ এমন জবাবের, ‘বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।

একাদশ গঠন নিয়ে হাথুরু আরো বলেন, 'কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ…।'

শেষটায় হাথুরু কিছুটা ইঙ্গিত দিয়েই বাক্য শেষ করেছেন। পঞ্চম দিনের পিচের উপর যে তিনি বিশেষ নজর রাখছেন, সেটাই স্পষ্ট হলো আরও একবার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ