ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হাথুরুসিংহের বিরুদ্ধে হাত তোলার অভিযোগে, কড়া জবাব দিলেন বিসিবি পরিচালক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ৩০ ১০:৫২:২৮
হাথুরুসিংহের বিরুদ্ধে হাত তোলার অভিযোগে, কড়া জবাব দিলেন বিসিবি পরিচালক

বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটিতে বোর্ডের তিন প্রভাবশালী পরিচালক ইনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম ও আকরাম খান রয়েছেন। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের গায়ে হাত তোলার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই বিষয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান।

আকরাম খান জানান, গণমাধ্যমে হাথুরুসিংহের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি সত্যি হলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘যেগুলা নিউজ হয়েছে সেগুলো সত্য কিনা দেখবো। সত্য হলে কেনো হয়েছে। এ ধরনের ঘটনা তো হওয়ার কথা না। সবাইকে যাচাই করা হবে, আলাপ করা হবে। তারপর সিদ্ধান্ত নিবো। যেই দোষী হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন আকরাম খান। ভালো প্রস্তুতি নিয়ে গেলেও মাঠের পারফরম্যান্স ভালো হয়নি টাইগারদের। কী কারণে বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে সেটি খতিয়ে বের করা হবে বলে জানান বিসিবির এই পরিচালক।

আকরাম খান বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করা উচিত ছিল। ৪ বছর ধরে আমরা এটির জন্য প্রস্তুতি নিয়ে আসছি। আমরা তো ভালো করতে পারেনি, উল্টো খারাপ পারফরম্যান্স করেছি। কী কারণে দলের এমন পারফরম্যান্স হয়েছে সেটা বের করতে হবে। আমাদের বোর্ড সভাপতি কিন্তু বলেছেন উনি কিছু কঠিন সিদ্ধান্ত নিবে। আমার মনে হয় এটাই সঠিক সময়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে