ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

এমবাপ্পের বিতর্কিত গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখলো পিএসজি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৯ ১১:১৯:০৬
এমবাপ্পের বিতর্কিত গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখলো পিএসজি

কিলিয়ান এমবাপ্পের গোলে পিএসজির স্বপ্ন বাঁচিয়ে রইলো। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে দলকে গ্রুপ পর্ব থেকে বাঁচান এই ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ফরাসি ক্লাবটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এমবাপ্পের দল পিএসজি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হোম গ্রাউন্ডে খেলা স্বাগতিক পিএসজি ম্যাচের ২৪তম মিনিটে একটি গোল হজম করে। নিউক্যাসলের হয়ে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। সেই গোল শোধ করতে এমবাপ্পেকে বিতর্কিত পেনাল্টির আশ্রয় নিতে হয়েছিল।

ম্যাচের অতিরিক্ত সময়ের (৯০-৫) মিনিটে পেনাল্টি পায়। নিউক্যাসলের ডিফেন্ডার টিনা লিভ্রামিয়েন্টোর বুকে বল লাগা মাত্রই পিএসজির খেলোয়াড়রা রেফারির কাছে হ্যান্ডবলের আবেদন করেন। ভিআর দেখার পর রেফারি পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে অতিরিক্ত সময়ের (৯০+৮) শেষ মিনিটে পেনাল্টি শটে সমতা ফেরান ফরাসি তারকা এমবাপ্পে।

ম্যাচ ড্র হলেও এখনও বাদ পড়ার শঙ্কায় পিএসজি। তবে তার নকআউটে খেলার সম্ভাবনা অবশ্যই খুব ভালো। ৫ ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে পিএসজি। গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচে, পিএসজি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে, যারা ইতিমধ্যে ১০ পয়েন্টে প্রায় নকআউট পর্ব নিশ্চিত করেছে। সেই ম্যাচে পিএসজি জিতলে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে