ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

দ্রাবিড়কে নিয়ে 'বেফাঁস' মন্তব্য করায় রেগে আগুন গৌতম গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৮ ২২:৫৭:৩৫
দ্রাবিড়কে নিয়ে 'বেফাঁস' মন্তব্য করায় রেগে আগুন গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর বরাবরই অন্যায়ের বিরোধিতা করেছেন। তিনি সবসময় বলেছেন যে একটি দলে ১১ জন সমান গুরুত্বপূর্ণ। কেউ কখনো ম্যাচ একা জিতাতে পারে না। এবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে কথা বলেছেন তিনি। আসলে, বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে, রোহিত বলেছিলেন যে তিনি চান রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতুক।

এই বিশ্বকাপ টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। এই টুর্নামেন্টে সবাই যে দেশের জন্য লড়েছে তা খুব স্পষ্ট ছিল। কেউ ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করেনি। সেই কারণেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর তাঁর প্রশংসা করেছেন।

এদিকে গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কারণ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গেছে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এই চুক্তির মেয়াদ বাড়াতে চান না বলেও শোনা যাচ্ছে। সত্যি কথা বলতে, দ্রাবিড়ের কোচিংয়ে ভারত কখনও আইসিসি শিরোপা জেতেনি। টিম ইন্ডিয়াকে দুবার ফাইনালে ও একবার সেমিফাইনালে হারের মুখে পড়তে হয়েছে। তবে দ্বিপাক্ষিক সিরিজে অনেক সাফল্য পেয়েছেন তিনি। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া।

গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। স্পোর্টসক্রীড়াকে একটি ইন্টারভিউয়ে তিনি বললেন, 'দ্রাবিড়ের কোচিং চুক্তির মেয়াদ অনায়াসেই বাড়ানো যেতে পারে। গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।'

এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। সেটা নিয়েও গোঁসা হয়েছে গম্ভীরের। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রোহিত এই কথাটা বলে একেবারে ঠিক করেনি। কারণ ভারতীয় ক্রিকেট দলের হয়ে যারা খেলে, তারা প্রত্যেকেই বিশ্বকাপ জিততে চায়। এটা কোনও একজন ব্যক্তির জন্য জেতা একেবারেই উচিত নয়। বরং দেশের জন্য জেতা উচিত। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।

গম্ভীর বললেন, 'প্রত্যেক ক্রিকেটার, প্রত্যেক কোচ বিশ্বকাপ জিততে চায়। যদি রাহুল দ্রাবিড় নিজের চুক্তি পুনর্বীকরণ করাতে চান, তাহলে অবশ্যই তাঁকে সুযোগ দেওয়া উচিত। এর থেকে ভালো আর কীই বা হতে পারে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না। আমাদের বেলায় ২০১১ সালেও এই একই ঘটনা ঘটেছিল। যখন বলা হয় কোনও একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে, তখন সেটা আদতে কে তা আর গুরুত্ব থাকে না। এমন মন্তব্য করা একেবারেই উচিত নয়।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ