ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সাকিব-মাশরাফি দু’জনেই আমার ভালো বন্ধু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৮ ২২:০৯:৩৮
সাকিব-মাশরাফি দু’জনেই আমার ভালো বন্ধু

ঢাকাই চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস প্রথমবারের মতো সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি।

ফেরদৌসের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই দুই তারকা দুই ভিন্ন জগতের হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একই কথা বলেছেন ফিরদৌস।

নির্বাচন প্রসঙ্গে সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘এখনও কথা হয়নি। এমনিতেই আমরা খুব ভালো বন্ধু। সাকিব বর্তমানে নিশ্চয়ই ওর কেন্দ্রে কাজ নিয়ে ব্যস্ত।’

শুধু সাকিব নয়, দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির সঙ্গেও ভালো সম্পর্ক জানিয়ে ফেরদৌস বলেন, ‘মাশরাফিও আমার খুব ভালো বন্ধু। জাতীয় দলের দুই ক্যাপ্টেনই এখন জনপ্রতিনিধি হতে চলেছেন, এটা ভেবেই ভীষণ গর্ববোধ করছি। আশা করছি ওদের দু’জনের সঙ্গেই দ্রুত দেখা হবে।’

ভোটের ময়দানে তারকা প্রার্থী দেওয়ার কী কী সুবিধা রয়েছে, এমন প্রশ্নে ফেরদৌসের ভাষ্য- ‘মানুষটি ইতিমধ্যেই তৈরি। তাকে সকলে চেনেন। তার কাজ নিয়েও সকলের একটা ধারণা থাকে। তাই অনেকটাই সুবিধা হয়। কলকাতাতেও তো অনেকেই অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে রয়েছেন। আপনি ভাবমূর্তির কথা বলছিলেন। আমি যদি অন্যায়ের পথে যাই, তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে। কিন্তু আমি ভালো কাজ করলে নিশ্চয়ই তখন আর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে না। আসলে উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠা খুব কঠিন। আর আমি সবসময়েই চেয়েছি উদাহরণ হতে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ