ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ব্রেকিং নিউজ, তামিম কবে ফিরবেন এই মাত্র জানালেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৭ ১৫:০৬:২২
ব্রেকিং নিউজ, তামিম কবে ফিরবেন এই মাত্র জানালেন পাপন

বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। বৈঠকের পর টাইগার ওপেনার মিডিয়াকে কিছু না বললেও কথা বলেছেন বিসিবি সভাপতি।

জানা গেছে, দুপুরে গুলশানে নাজমুল হাসান পাপনের বাসায় ঢোকেন তামিম। তামিম এবং পাপনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক পরবর্তীতে এক ঘন্টারও বেশি সময় ধরে চলে এবং তামিম দুপুর ১.৩০ টার কিছু পরেই পাপনের বাসা থেকে বের হন। মিডিয়ার সঙ্গে কথা বলেননি এই ওপেনার টাইগার।

তামিম কথা না বললেও কথা বলেছেন পাপন। জানিয়েছেন কবে নাগাদ মাঠে ফিরবেন তামিম। বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

আরও যোগ করেন, তামিম কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছু করব না, আগে আমাকে নিজেকে জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সাথে কথা বলব, সবকিছু জানব তারপর নিজে সিদ্ধান্ত নেব, যেটা আমি করতাম আগে। ও বলল এটা খুবই ভালো কথা। ওর সাথে কথা হয়েছে যেটাই সিদ্ধান্ত নিই সেটা বিপিএলের পর। বিপিএলের পরে সব ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেব। যেটা ক্রিকেটের জন্য ভালো হবে সেটাই করব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ