নিলামের আগে এক ডজন ক্রিকেটারকে ছাড়ল কলকাতা

আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ১২ জনকে ছেড়ে দিয়েছে। কলকাতায় গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে নিয়েছেন। কেকেআর তার মস্তিষ্কের উপর ভরসা করছে। রইলেন কারা?
কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে ১২ ক্রিকেটার ছেড়ে দিলো। ছেড়ে দেওয়ার তালিকায় শাকিব আল হাসান যেমন রয়েছেন, তেমনই রয়েছেন লিটন দাস। তবে রেখে দেওয়া হয়েছে সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে।
নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হবে সেই তালিকা জানানোর শেষ দিন ছিল রবিবার। কলকাতা জানিয়েছে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের শাকিব এবং লিটনকে। এই দুই ক্রিকেটারকে গত বারের নিলামে কিনেছিল কেকেআর। কিন্তু শাকিব শেষ পর্যন্ত খেলতে আসেননি। লিটনকে একটি ম্যাচের বেশি খেলায়নি কলকাতা। দুই ক্রিকেটারকেই ছেড়ে দিল তারা।
কলকাতা লক ফার্গুসনকে ছেড়ে দিয়েছে। শারদুল ঠাকুরকেও ভারতে ছেড়ে দিয়েছে। এছাড়াও, কলকাতা টিম সৌদি এবং জনসন চার্লসের বিদেশী ক্রিকেটারদের ছেড়ে দিয়েছেন। নামিবিয়া ক্রিকেটার ডেভিড উেইজাকেও রাখা হয়নি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর্য দেশাই, নারায়ণ জগদিশন, মনদীপ সিং, কুল্বন্ত খাজরোলিয়া এবং উমেশ যাদবকে ছেড়ে দিয়েছে কলকাতা।
কলকাতা ধরে রাখল শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুযশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে।
গত বারের আইপিএলে কলকাতা সে ভাবে নজর কাড়তে পারেনি। ওপেনার নিয়ে অনেক ভুগতে হয়েছিল কলকাতাকে। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে কে ওপেন করবেন তা ঠিক করতে পারেনি কলকাতা। এ বারে প্রথম থেকেই জেসন রয়কে পাবে তারা। ফলে গুরবাজ এবং জেসন ওপেনার হিসাবে খেলতে পারেন। না হলে নিলামে কোনও ভারতীয় ওপেনারের দিকে নজর দিতে পারে কেকেআর। বিদেশি পেসারও কিনতে পারে তারা। সাউদি, ফার্গুসন এবং উইজ়াকে ছেড়ে দেওয়ায় অন্তত এক জন বিদেশি পেসার কিনতেই পারে কেকেআর।
সাকিব আল হাসান এবং শার্দূলের মতো অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ায় এ বারের নিলামে অলরাউন্ডারকেও কিনতে পারে কেকেআর। কলকাতার ব্যাটার এবং স্পিনার নিয়ে তেমন সমস্যা নেই। শ্রেয়স, নীতিশ, রিঙ্কুদের উপর ভরসা রাখতে পারে তারা। স্পিনারদের মধ্যে দলে রয়েছেন বরুণ, সুযশ এবং অনুকূলদের। তাই এ বারের নিলামে কেকেআরের লক্ষ্য হতে পারে পেসার এবং অলরাউন্ডারেরা।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় ব্রাজিল
- নতুন দু:সংবাদ পেলেন ইনু-মেনন-আনিসুল ও দীপু মনি
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়