তদন্ত রিপোর্ট জমা দিলেও শেষ কাজ টা করতে পারলো না বিসিবি

আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভরাডুবির পর অনেকেই ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো অনেক কিছুর উদ্যোগ নেবে কেন বাংলাদেশ ক্রিকেট এমন হয়েছিল সেই বিষয়ে অনেক পদক্ষেপ নিবে অনেক অনুসন্ধান করবে। সবাইকে ভুল প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম মাত্র রিপোর্ট জমা দিয়ে আর কোন পদক্ষেপে নিচ্ছে না তারা শুধু সময় ক্ষেপণ করছে যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই অনুপোযোগী কাজ। বাঙালি জাতি আবেগপ্রবণ জাতি যখন যেটা হয় শুধু সেটা নিয়ে লাফালাফি করে নতুন একটা ইস্যু এলে সে পুরনো বিষয় ভুলে যায় এবং ক্রিকেট বোর্ডও সেটাকে কাজে লাগিয়ে তারাও অনুসন্ধান থেকে দূরে সরে যাচ্ছে।
ক্রিকেট বোর্ডের কাজটা কি তাদের কাজ কি শুধু ক্রিকেটারদের বেতন দেওয়া অন্য কোন কিছু করা নয় ক্রিকেটের কিভাবে উপকার হবে ক্রিকেট কিভাবে বিশ্ব দরবারে এগিয়ে যাবে ক্রিকেটের উন্নতি হবে সে বিষয়গুলো তাহলে দেখবে কে। বাঙালি জাতি ক্রিকেট পাগল জাতি সেই বাঙালি জাতির আবেগকে কাজে লাগিয়ে ক্রিকেট বোর্ড শুধু একটি কাজই করে। খেলায় হার জয় হবে এটাই খেলার নিয়ম তবে বাংলাদেশ এবারের বিশ্বকাপে যে পরিমাণে বাজে খেলেছে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ বাড়ি প্রথম যদিও ২০০৩সালে বাংলাদেশ বিশ্বকাপে সবগুলো ম্যাচে হেরেছিল এবং কানাডার মত দলের কাছেও হেরে এসেছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করতে পারে এবার তো ২০২৩ সালে তারা দুটি দলের কাছ থেকে জিতেছে তাহলে দুই হাজার তিনের থেকে তো এবারের দল বেশ ভালো করেছে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় কারণ এখানে ২০টি বছর চলে গিয়েছে ক্রিকেটকে ভালো করার জন্য অনেক সময় গিয়েছে এবং বিগত দিনে ক্রিকেট বোর্ড দেখিয়েছে বাংলাদেশ দল অনেক ভালো করেছে কিন্তু এবারের বিশ্বকাপের ভরাডুবির দায় কে নিবে। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর ক্রিকেট বোর্ড বেশ নড়েচড়ে বসে ছিল এবং একটি বোর্ড গঠন করেছিল যারা স্বাধীনভাবে কাজ করবে এবং একটি সঠিক অনুসন্ধানী রিপোর্ট করবে তারা এমনভাবে কাজ করেছে এবং তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে , তারা ফিক্সিং হয়েছে কিনা সে সকল বিষয়গুলো ঘাটাঘাটি করেছে ।
সে রিপোর্টের পর আমরা দেখেছি বাংলাদেশ দলের সর্বোপরি অসম্ভব উন্নতি হয়েছিল। কিন্তু এবারের প্রত্যাশিত রিপোর্ট কোথায় কেনই বা সে বিষয়গুলো নিয়ে কথা বলছে না বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের এই ভরাডুবির পর বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন কথা বলছেন না তারা কোন পদক্ষেপ নিচ্ছে না তারা যে এটার জন্য কোন কমিটি গঠন করেছে বা তারা কাজ করছে সে ব্যাপারে কোন লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত বিসিবির প্রধান কেও দেখা যাচ্ছে না এ ব্যাপারে কথা বলতে এবং তিনি মিডিয়ার সামনেও আসছেন না। কেন এই লুকোচুরি কেন এই গড়িমসি তাহলে কি ক্রিকেটকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছেই না।
দিও অনেকেই বলছেন সামনে নির্বাচন সেই জন্যই হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এ বিষয়টা নিয়ে তেমন পাত্তা দিচ্ছে না তবে আমরা মনে করি বাংলাদেশের ক্রিকেটের অগ্রদূত নাজমুল হাসান পাপন যার কাছে ক্রিকেট হচ্ছে প্রধান সে ক্রিকেটকে নির্বাচনের পেছনে ভাবছে না। তাহলে প্রশ্ন থেকে যায় কেনই বা থামা চাপা দিতে চায় এবারের ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতা কে। বাংলাদেশের এবারের ক্রিকেটের বিশ্বকাপের ব্যর্থতা থেকে কেনই বা ক্রিকেট বোর্ড দূরে সরে যাচ্ছে কেনই বা বিষয়টাকে তেমন গুরুত্ব দিচ্ছে না।
এই বিষয়টা কে হেলায় ফেলায় নিলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ক্ষতি কারণ হবে। এদেশের মানুষ যদিও বা বিষয়টা থেকে অনেক দূরে সরে এসেছেন নতুন অনেকগুলো ইস্যু থাকার জন্য বাঙালি ক্রিকেটের ব্যর্থতাকে প্রায় ভুলতে বসেছে তবে কি বাঙালি জাতির সাথে ক্রিকেট বোর্ড ক্রিকেটের এই ব্যর্থতা কে ভুলতে বসেছে যদি তাই হয় তবে সেটি হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভয়াবহ এরকম ভরাডুবি বারবার দেখতে হবে বাঙালি জাতিকে। ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত একটি কমিটি গঠন করে সেই রিপোর্টগুলো নিয়ে কাজ করা এবং কিভাবে কাজ করলে ক্রিকেটে বোর্ডের উন্নতি হবে সেই বিষয়গুলো পয়েন্ট আউট করে সে বিষয়গুলো নিয়ে কাজ করা। মাত্র রিপোর্ট জমা দিলেই হবে না সেগুলো কেউ প্রকাশ করতে হবে যেন এই বিষয়টা স্বচ্ছ থাকে।
দিন পর ক্রিকেট বোর্ড একটা মিটিং পর্যন্ত ডাকেনি। একটি আভ্যন্তরীণ বোর্ড গঠন করে বারবার মিটিং ডেকে এই বিষয়টাকে নিয়ে দ্রুত কাজ করা উচিত ছিল। এখন আর ক্রিকেট বোর্ড এই কাজটি করবে না এটা আমরা মোটামুটি নিশ্চিত তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কিছু পারুক আর না পারুক একটি কাজ খুবই ভালো পারে। বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান, বাংলাদেশের কোচ হাতুরা সিংহ এবং খালেদ সুজন প্রত্যেকে একটি একটি করে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টগুলো ভিন্ন হওয়ার কথা এবং খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কথা কারণ প্রত্যেকে তার তার জায়গা থেকে ভেবে অনুসন্ধান করে সে রিপোর্টগুলো জমা দিয়েছে। প্রত্যেকে যেহেতু ভিন্ন ভিন্ন রিপোর্ট জমা দিয়েছে তো তাদের দৃষ্টিভঙ্গি ও ভিন্ন ভিন্ন হবে সেটা পজেটিভ বা নেগেটিভ দুই রকমেরই হতে পারে কারণ এটা ব্যক্তির দৃষ্টিভঙ্গি।
যেমন কোচ হাতুড়ে সিংহ মনে করতে পারেন তিনি আসার পরে বাংলাদেশ দলের বেশ উন্নতি হয়ে ছে এবং তিনি এবারের বিশ্বকাপকে ব্যর্থতায় মনে করছেন না তিনি মনে করছেন যে বাংলাদেশ দল বেশ ভালো করেছে আবার অন্যদিকে সাকিব আল হাসান বলতে পারে যে বাংলাদেশ ক্রিকেট তো ভালোই করেছে এবং পূর্বে বিশ্বকাপগুলোর সাথে পার্থক্য করলে দেখা যায় যে বাংলাদেশ এরকম পারফরমেন্স এর আগেও করেছে। খালেদ মাহমুদ সুজন তিনিও বলতে পারেন এরকম কিছু যে বাংলাদেশ ভালো করেছে বা খারাপ করেছে আসলে আমরা জানি না রিপোর্টগুলো কি বা ক্রিকেট বোর্ড তো আমাদের রিপোর্টগুলো এখনো দেখায়নি আমরা চাই সেই রিপোর্টগুলো সামনে আসুক এবং রিপোর্টগুলো নিয়ে ক্রিকেট ের ভালোর জন্য ক্রিকেট বোর্ড সেগুলো নিয়ে কাজ করুক।
বাংলাদেশ দলের ক্যাপ্টেন কোচ এবং বিসিবির কমিটির প্রধান কার কি দৃষ্টিভঙ্গি কে কি বলছে সে বিষয়টি আমলে নিয়ে বিসিবির উচিত এ বিষয়টি ভালো করে দেখা এবং সেই বিষয়গুলোতে স্বচ্ছতা আনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক প্রধান বা কমিটির প্রধান বা নির্বাচন কমিটির কিংবা নাজমুল হাসান পাপন তারা কি আদর্শে ভিন্ন ভিন্ন তিনটির রিপোর্ট ভালো করে পড়েছে কিংবা পড়েনি কি আসলে সেগুলো নিয়ে কাজ করবে নাকি পড়বে না আমাদের মনে হয় হয়তোবা নামমাত্র রিপোর্টগুলো পড়েছি কিংবা পরেনি আমাদের মনে হয় ক্রিকেট বোর্ড হয়তোবা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস ভাবে কাজ করবে না তারা কাজ করুক বা না করুক তবে আমাদের ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ তারা যেন অন্তত রিপোর্টগুলো প্রকাশ করে।
আমরা দেখতে চাই ক্রিকেট বোর্ডের কাছে তারা কি আসলে রিপোর্ট জমা দিয়েছে নাকি সাদা পাতা জমা দিয়ে নামমাত্র দায়ের সেরেছে মিডিয়াকে দেখানোর জন্য। এই কাজটি তো আসলে কোন কঠিন কাজে নয় ছবিটা তুলে জাস্ট প্রকাশ করা এটি খুবই সহজ একটি কাজ অন্তত এই কাজটা বিসিবি করুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে সেই তিনটি রিপোর্ট প্রকাশ করা হোক এবং মিডিয়ার কাছে সেগুলো দেয়া হোক মিডিয়ারা এর কাছ থেকে ওর কাছ থেকে একটু একটু করে শুনে অস্পষ্ট নিউজ মানুষের কাছে প্রকাশ করার থেকে বিসিবির মাধ্যমে সেটা প্রকাশ পেলে ভালো হবে। আমরাও জানতে চাই আসলে রিপোর্টটায় কি ছিল। এটাতো আসলে বাংলাদেশ ক্রিকেটের গোপন দলীল বা বিশ্ব মিডিয়া রায়টা দেখলে বাংলাদেশের ক্রিকেটের উপরে খারাপ প্রভাব ফেলবে দেশকে হেয় করা হবে ছোট করা হবে কিংবা ক্রিকেটের জন্য খারাপ হবে কিংবা দেশকে ছোট করা হবে এই ব্যাপারটা আইসিসির টার্মস কন্ডিশনে নেই এর একটাও না। তাহলে রিপোর্ট প্রকাশ করতে এত দ্বিধা সংকোচ কেন। আমরা মনে করি যেটা কোন ক্রিকেটের গোপন নথি নয় যেটা প্রকাশ পেলে বাংলাদেশ ক্রিকেটের কোন ক্ষতি হয়ে যাবে। ক্রিকেট পাগল বাঙালি জাতি যারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের আবেগের নাম হচ্ছে ক্রিকেট যাদের ভালোবাসার জায়গা হচ্ছে ক্রিকেট তারা জানতে চায় কেন এই ভরা ডুবে তারাও জানতে চায় এই ভরাডুবি নিয়ে কি ভাবছে অধিনায়ক কোচ কিংবা বিসিবি কমিটি।
তারাও রিপোর্ট দেখতে চায় আসলে রিপোর্ট দেখলে অনেক কিছুর বিষয় স্পষ্ট হয়ে যাবে কারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় কে কেমন কি ভাবছে এবং কি পদক্ষেপ হতে পারে পরবর্তীতে এই ব্যর্থতাকে ঘিরে। এটা আহামরি কোন কঠিন কাজ নয় রিপোর্টটা প্রকাশ করা। আমরা প্রেস মিটিং ডেকে বলছি না যে হাতুরা সিংহ কিংবা খালেদ আমাদের কাছে বিষয়টা জানান কেন তারা খারাপ করেছে সে সত্য চাচ্ছে না জাস্ট শুধু চাচ্ছে রিপোর্টটা যেন প্রকাশ করা হয় এটাই আমাদের দাবি কিংবা আবদার। এই রিপোর্ট প্রকাশের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোন পদক্ষেপ নিবে না সেটা আমরা সকলেই জানি এবং সেই বিষয়টা আমরা মেনে নিয়েছি তবে আমরা সকলেই চাই যেন ক্রিকেট বোর্ড অন্তত এই রিপোর্টটা প্রকাশ করে রিপোর্টটা প্রকাশ করলে আমাদের একটা মানসিক শান্তি পাওয়া যাবে যে সাকিব হাতুরা কিংবা সুজন বিষয়টা কিভাবে দেখেছে । শেষে এটাই আমাদের ক্রিকেট বোর্ডের কাছে প্রত্যাশা বিহীন আবদার। রিপোর্ট টা দেখে আসলে নাজমুল হাসান পাপন কি ভাবছে এ বিষয়টি অন্তত মানুষকে জানান তাহলেই মানুষ অনেকটা এ ভরাডুবির কষ্ট ভুলতে পারবে। এটা প্রকাশ করলে হয়তো অনেকে ভাবতে পারে যে ক্রিকেট বোর্ডের উপর অনেক প্রেসার আসবে সেজন্য তারা প্রকাশ করছে না কিন্তু আসলে ব্যাপারটা তা নয় ইতিপূর্বে এরকম অনেক কিছু হয়েছে ক্রিকেট বোর্ড আসলে এগুলোকে ধরাছোঁয়ার বাইরে দেখে ওগুলোকে পাত্তাই দেয় না তাদের চামড়া অনেক মোটা তাদের এসবে কোন কিছু যায় আসে না।
এর আগে অনেক কিছু তৈরি হয়েছিল যেগুলো নিয়ে বিসিবি একটি মাত্র শব্দ করে লিখুন প্রদক্ষেপ নেয় নি সো বিসিবির কাছে এরকম ক্রিকেট বিপর্যয় হলে কোন কিছু যায় আসে না তাদের কাছে আশা করা যেন আশায় ঘুরে বাড়ি তাই পৃথিবীর কাছে আমাদের কোন আশা নেই। ক্রিকেট বোর্ডের কোন পদক্ষেপ নিতে হবে এই ভয়ে তারা আসলে যে রিপোর্টটা প্রকাশ করছে না এই বিষয়টা ভুল আমাদের তো মনে হয় আসলে রিপোর্টটা দিয়েছে এটা জাস্ট মিডিয়াকে তারা দেখিয়েছে কোন রিপোর্টই হয়তো বা জমা দেয়নি সে খবর কে বলবে। বাংলাদেশ ক্রিকেট খারাপ খেলছিল বিশ্বকাপে প্রাথমিকভাবে সেটা নিয়ে অনেক কিছুই হচ্ছিল তারা যেহেতু সে ঝড় টাকে সামনে নিতে পেরেছে তাই তাদের কাছে এই বিষয়টা কে সামলে নেওয়া কোন ব্যাপারই না।
টিম ডিরেক্টর কি বলল তারা সেটাতে মাথা ঘামাবে না সাকিব কিংবা হাতুড়ে ভুল বলি সঠিক বলুক যায় বলুক না কেন তারা সেটা নিয়ে নাচবে দিনশেষে । যে মানুষ জান প্রাণ দিয়ে ক্রিকেট তাকে ভালোবাসে সেই মানুষগুলোর কথা ভেবে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সে রিপোর্টগুলো প্রকাশ করা তাদের আবেগের একটু হলেও মূল্যায়ন করা। তাদের তো একটু হলেও অধিকার আছে জানা যে ক্রিকেট বোর্ড ক্রিকেট কোচ ক্রিকেটের অধিনায়ক কি ভাবছে তাদের ভাবনার সাথে দেশের জনগণের ভাবনার মিল বা অমিলটা কোথায়। এই দাবিটি শুধু ক্রিকেট বোর্ডের কাছে অনেক বড় কিছু নয় জাস্ট শুধু ছবিটা তুলে প্রকাশ করা। নাজমুল হাসান পাপনকে বিশ্বাস করি ভরসা করি এবং মনে করি নাজমুল হাসান পাপন পারে না এমন কোন কাজ নেই তার কাছে এর রিপোর্টটি প্রকাশ করা কোন ব্যাপারই নয়।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়