ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বিগ ব্যাশ ক্রিকেটে ঘটলো এক আজব ঘটনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৩ ১৭:০০:৪৩
বিগ ব্যাশ ক্রিকেটে ঘটলো এক আজব ঘটনা

বিগ ব্যাশ লিগে ঘটল এক চমকপ্রদ ঘটনা। তোয়ালে দিয়ে বল ধরায় ব্রিসবেন হিটকে দেওয়া হয়েছে ৫ রানের পেনাল্টি। মঙ্গলবার (২১ নভেম্বর) মহিলা বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে এ ঘটনা ঘটে।

সেদিন মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিট। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ব্রিসবেন। সিডনি এই রান তাড়া করে জিতে নেয় ১ বল বাকি থাকতে।

তবে তোয়ালে কাণ্ড না ঘটলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। অ্যামেলিয়া কারের ৬৪ রানের ইনিংসের সুবাদে ব্রিসবেন ১৭৬ রান করে। এই অ্যামেলিয়া গাড়ির জন্য আবারও তাকে ৫ রান জরিমানা করা হয়েছে।

তখন ইনিংসের দশম ওভার, সিডনির অ্যাশলে গার্ডনার ব্যাটিং করেছিলেন। বল লং অনে ঠেলে দিয়ে ১ রানের জন্য দৌড়াচ্ছিলেন গার্ডনার। লং অন থেকে ফিল্ডার বল থ্রো করেন ননস্ট্রাইকার প্রান্তে। সেখানে অ্যামেলিয়া বল ধরেছেন হাতে তোয়ালে প্যাঁচানো অবস্থায়।

তাতেই মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গে ৫ রান জরিমানা করার সংকেত দেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়মে বলা আছে, ‘উইকেটকিপার ছাড়া আর কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কোনো কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে।’

এমসিসির নিয়মে এরপর লেখা আছে, ‘কোনো ফিল্ডার যদি (বল ধরার জন্য) তার হাতে কোনো কাপড় ব্যবহার করেন এবং সেটার সাহায্যে ফিল্ডিং করেন, আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ