ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ব্যর্থতা, নাকি অভিশাপে গ্রাস করে ফেলেছে জার্মানিকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২২ ১৫:৪৫:৩০
ব্যর্থতা, নাকি অভিশাপে গ্রাস করে ফেলেছে জার্মানিকে

ব্যর্থতা পিছু ছাড়ছে না চারবারের বিশ্বকাপজয়ী দল জার্মানির। একের পর এক ব্যর্থতার কারণে ছাঁটাই করা হয়েছে অনেক কোচকে, তবুও অন্ধকার থেকে বের হতে পারছে না জার্মানি।

বুধবার (২২ নভেম্বর) ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে জার্মানি। এর পাশাপাশি টানা তিন ম্যাচে জয়হীন ইউরোপিয়ান দলটি। যেখানে শেষ দুই ম্যাচে হেরেছে তারা।

এর আগে গত রোববার তুরস্কের কাছে ৩-২ গোলে হেরেছিল জার্মানি। এর আগে মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল নাগেলসম্যানের শিষ্যরা।

বুধবার দাঁতহীন বাঘের মতো খেলেছে জার্মানি। অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানরা বলের দখল বজায় রেখেও আক্রমণের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ২৯ মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মার্সেল সাভিৎজার। এরপর বিরতির আগে সমতা আনতে পারেনি জার্মান দল।

হাফ টাইম খেলতে নেমেই উগ্র আচরণের কারণে লালকার্ড দেখেন জার্মানির ফরোয়ার্ড লিরয় সানে। অস্ট্রিয়ার ডিফেন্ডার ফিলিপ এময়েনেকে ধাক্কা দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। এরপর ১০ জনের দল নিয়ে খাদে পড়ে যায় জার্মানরা।

যার ফলস্বরুপ আবারও গোল হজম করতে হলো জার্মানদের। ৭৯ মিনিটের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্তফ বাউমগার্টনার। অবশেষে ২-০ গোলে হারতে হলো ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন্সশিপের আয়োজকদের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ