ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

স্কালোনির পদত্যাগ ইঙ্গিতের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখা গেল ভিন্ন চিত্র 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২২ ১২:৪৮:০১
স্কালোনির পদত্যাগ ইঙ্গিতের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখা গেল ভিন্ন চিত্র 

কোচ লিওনেল স্কালোনির বিদায়ী ভাষণ মেঘহীন বজ্রপাতের মতো এলো। অবিলম্বে বিদায় না জানালেও তিনি শিষ্যদের তাদের দায়িত্ব পরিত্যাগের আভাস দেন। আলবিসেলেস্তেদের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কোচ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি।

মারাকানার ম্যাচ শেষে কোচ স্কালোনি জাতীয় দলের ব্যাপারে নিজের অভিমত জানান। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে। এই দল আপনাকে পুরোদমে চায়, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে।’ তবে এখনই বিদায় নিচ্ছেন না বলেও আশ্বস্ত করেছেন এই কোচ, ‘এটা বিদায় নয়, তবে দলের প্রত্যাশার মাত্রা বেশ উঁচু।

লিওনেল স্কালোনির এমন মন্তব্যের সময় ড্রেসিংরুমে অনেকেই ছিলেন না। আবার যারা ছিলেন তারাও খুব বেশি মনোযোগী ছিলেন না কোচের কথায়। তবে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে আলাপকালে প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন নিজের পদে কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি। ওতামেন্ডি, রোমেরো আর ম্যাক অ্যালিস্টারদের প্রত্যেকেই কোচ স্কালোনিকেই নিজেদের গুরু হিসেবে দেখতে চান।

আজকের ম্যাচে দলের জয়ের নায়ক নিকোলাস ওতামেন্ডির কথায় উঠে এসেছে সেই সময়ের ড্রেসিংরুমের চিত্র, ‘সেসময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।

আর অভিজ্ঞ এই ডিফেন্ডার অবশ্য এখনই কোচের পদত্যাগ নিয়ে কথা বলতে আগ্রহী নন, ‘আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এখন আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। আমরা এই মন্তব্য পেয়েছি আর এখন কথা বলার চেষ্টা করে দেখব কি হয়।

এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো জানিয়েছেন, ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ