ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ওয়ানডে বিশ্বকাপের সমীকরণে এখনো 'দ্বিতীয়' অবস্থানে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২১ ১৯:৩১:০৭
ওয়ানডে বিশ্বকাপের সমীকরণে এখনো 'দ্বিতীয়' অবস্থানে বাংলাদেশ

মাঠের পারফরম্যান্সের দিক থেকে এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া বাকি সব ম্যাচেই হারের স্বাদ নিতে হয়েছে সাকিবদেরকে। এমনকি বাংলাদেশ দলও হেরেছে ডাচদের কাছে। বলা যায়, বিশ্বকাপের ব্যর্থ মিশনেও বাংলাদেশ দল একটা জায়গায় দারুণ পারফর্ম করেছে। এবং সেটা রিভিউ গণনা.

রিভিউতে বাংলাদেশ ভালো এটা কেউ বিশ্বাস করবে না। তবে এই বিশ্বকাপে বাংলাদেশকে খুবই সফল দল বলা যেতে পারে। মাত্র একটি দল ব্যাটিং রিভিউতে পঞ্চাশ শতাংশের বেশি সফল হয়েছে আর সেটি হলো বাংলাদেশ। বাংলাদেশি ব্যাটসম্যানদের নেওয়া ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ৬০ শতাংশ সফল প্রমাণিত হয়েছে। পাঁচটি রিভিউ নিয়ে তিনবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছে তারা।

সব মিলিয়ে পর্যালোচনায় বাংলাদেশ অনেকটাই সফল। ভারতের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। ভারত ১৫টি পর্যালোচনা এবং তাদের পক্ষে ছয়টি পর্যালোচনা সহ ৪০ শতাংশ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে। ১১টি পর্যালোচনায় চারবার পেরিয়ে ৩৬.৩৬ শতাংশ সাফল্য নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের রিভিউ সবচেয়ে কম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ