ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যেভাবে দেখবেন বাংলাদেশ-লেবানন লাইভ ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২১ ১৮:০৮:৫২
যেভাবে দেখবেন বাংলাদেশ-লেবানন লাইভ ম্যাচ

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত গোল হজম করে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। তবে হতাশ হতে রাজি নন জাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস এরিনায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের 'আই' গ্রুপের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। শক্তির দিক থেকে লেবাননের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও দলের জয়ের দিকেই চোখ তাদের।

আরব দেশটি বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৯ নম্বরে রয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮৩তম স্থানে। এখানে দুই দলের ক্ষমতার পার্থক্য স্পষ্ট।

কঠিন এই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ তারকাকে দলে পাচ্ছে না বাংলাদেশ। কার্ড সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দুই ফরোয়ার্ড রাকিব হোসেন ও সাদ উদ্দিন। তবে তার বদলি খেলোয়াড়দের দিয়ে লেবাননকে হারাতে চান কোচ ক্যাবেরেরা।

বসুন্ধরা কিংসের মাঠে এই ম্যাচটি দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন, ইচ্ছে হলে টিভিতেও দেখতে পারবেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস। আপনি চাইলে অনলাইনে ম্যাচটি দেখতে পারেন। টি স্পোর্টস ইউটিউব চ্যানেলেও ম্যাচটি দেখানো হবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে বাংলাদেশিরা ফুটবল দলের সমর্থনে হাততালি দেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ