ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আবারো নতুন বিতর্কের জন্ম দিয়ে সমালোচনার ঝড় তুললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২১ ১৬:৪০:৫১
আবারো নতুন বিতর্কের জন্ম দিয়ে সমালোচনার ঝড় তুললেন সাকিব

তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। কিন্তু বিশ্বকাপে হারের পর টাইগারদের তুমুল সমালোচনা হচ্ছে। আবারো বিতর্কে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের সেরা অলরাউন্ডারের নাম আবারও একটি অনলাইন জুয়া সাইটের সাথে যুক্ত হয়েছে।

গত বছরের আগস্টে অনলাইন জুয়া সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠান বেটউইনার নিউজের বিতর্কিত রাষ্ট্রদূত হন সাকিব। বিসিবির নীতিমালা অনুযায়ী ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি কোনো ব্যবসার সঙ্গে চুক্তি করার নিয়ম নেই।

সাকিব বিসিবির কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকায় বিসিবির নিয়ম মানতে বাধ্য। কিন্তু তিনি তা অনুসরণ করেননি। পরে ব্যাপক সমালোচনা ও বিসিবির শাস্তির কারণে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেননি সাকিব।

অনলাইন জুয়ার সাইটগুলোতে আবারও যুক্ত হয়েছে সাকিবের নাম। অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইট BABU88-এর বিজ্ঞাপনে সাকিবকে দেখা যায়।

সেই বিজ্ঞাপনে সাকিব দাবি করেছেন যে 'বাবু৮৮' সাইটটি বাংলাদেশের এক নম্বর স্পোর্টস প্ল্যাটফর্ম। যেখানে ক্রিকেট ও অন্যান্য খেলার আপডেট পাওয়া যাবে। কিন্তু আপনি যদি সাইটে প্রবেশ করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে ক্রিকেটে বাজি ধরতে পারেন, আপনি চাইলে ক্যাসিনো, জুয়া খেলার মতো স্লট গেমও খেলতে পারেন।

'বাবু৮৮' সাইটটি এলপিএল দল ডাম্বুলা এবং গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিল টাইগার্সের অফিসিয়াল পার্টনার। গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের গত আসরে মন্ট্রিলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন সাকিব।

এর আগে যখন বেটউইনারের সঙ্গে সাকিবের নাম জড়ায় তখন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবির আইনে বিষয়টি নিষিদ্ধের ব্যাপারে সাকিব অবগত ছিলেন না। তবে এবার অবগত থেকেও একই ভুল করলেন সাকিব। দেশের আইনেও সকল প্রকার জুয়া অনেক আগে থেকেই নিষিদ্ধ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাবু৮৮সহ বেশ কয়েকটি অনলাইন জুয়া সাইটের প্রচারণার দায়ে তিন ইউটিউবারকে গ্রেফতারও করেছিল পুলিশ। সাকিবের অনলাইন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ