ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সাকিবের রাজনীতি নিয়ে মুখ খুললেন মাশরাফির ছোট ভাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৮ ২২:৪০:২৮
সাকিবের রাজনীতি নিয়ে মুখ খুললেন মাশরাফির ছোট ভাই

আসন্ন দ্বাদশ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাকিব আল হাসানের স্বজনরা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা-১০ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিবের স্বজনরা।

আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজার ছোট ভাই মরসলিন বিন মুর্তুজা তার অফিসিয়াল ফেসবুকে আওয়ামী লীগ থেকে সাকিবের মনোনয়ন ফরম কেনা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার রাত আটটার পর মোরসালিন তার স্ট্যাটাসে লিখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আমি সত্যিই আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের প্রশংসা করি। স্বাগতম ভাই।’

এর আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, শনিবার দুপুরে ঢাকা-১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ