ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আর্জেন্টিনা ম্যাচের আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৮ ২১:২৭:৪৮
আর্জেন্টিনা ম্যাচের আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

আগামী ২২ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলে চলতি বছরের সেরা ম্যাচটি দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

কিন্তু এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে খুবই দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুর চোটে দল থেকে ছিটকে গেলেন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া ইনজুরির কারণে ইতিমধ্যেই অনুপস্থিত প্রধান তারকা নেইমার।

শুক্রবার (১৭ নভেম্বর) কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলির একমাত্র গোলে সহায়তা করেন ভিনিসিয়াস। ম্যাচটি ২-১ গোলে হেরেছে ব্রাজিল।

কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ২৭তম মিনিটে ইনজুরিতে পড়েন ভিনিসিয়াস। পরে তাকে মাঠ ছাড়তে হয়। এবার দল থেকে বাদ পড়লেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

মেসির আর্জেন্টিনা ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের (CONM) শীর্ষে রয়েছে। একই সময়ে, একই সংখ্যক ম্যাচ খেলে ব্রাজিলের টানা দুই পরাজয় ও ১ ড্রয়ে মাত্র ৭ পয়েন্ট।

তাই আগামী বুধবারের ম্যাচে জেতা ফার্নান্দো দিনিজের পক্ষে গুরুত্বপূর্ণ। নেইমারবিহীন সেলেকাও বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ