ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

৩ আসনের মনোনয়ন কিনলেন সাকিব আল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৮ ১৮:১৪:৪৫
৩ আসনের মনোনয়ন কিনলেন সাকিব আল হাসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) তিনি ঢাকা-১০ আসন এবং মাগুরা-১ ও ২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

সাকিব আল হাসানের একজন প্রতিনিধি মনোনয়ন ফরম জমা দেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কর্মসূচি ঘোষণার পর শনিবার (১৮ নভেম্বর) থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। সকাল সাড়ে ১০টায় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ চেয়ারপারসন শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের নেতৃবৃন্দ।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরও মনোনয়ন ফরম জমা দেন। (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিমের পক্ষে দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সাইম খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে মোট এক হাজার ৬৩০টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ