হারের একদিন পর পিচ বিতর্কে মুখ খুললেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক

বিশ্বকাপের সেমিফাইনালের আগেই পিচ নিয়ে বিতর্ক শুরু হয়। আইসিসির বাছাই করা পিচ পরিবর্তনের অভিযোগ ভারতের বিরুদ্ধে। বুধবার খেলার পর এ নিয়ে খোলামেলা কথা বলেছেন উইলিয়ামসন।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য ইতিমধ্যেই ওয়াংখেড়ে পিচ পরিবর্তন করা হয়েছে। ভারতীয় দলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে বুধবার ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়। তবে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলেছে, পিচ পরিবর্তন নিয়ে কোনো বিরোধ নেই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড অভিযোগ করেনি। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ওয়াংখেড়ে পিচকে দোষ দেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
নতুন উইকেটের বদলে প্রথম সেমিফাইনাল হয়েছে ব্যবহৃত উইকেটে। বিশ্বকাপের দু’টি ম্যাচ হয়েছিল তাতে। আয়োজক ভারত অনৈতিক সুবিধা নিচ্ছে বলে সমালোচকেরা সুর চড়ালেও, বিতর্ক খুঁচে পাননি নিউ জ়িল্যান্ড অধিনায়ক। ম্যাচের পর উইলিয়ামসন বলেছেন ‘‘এই উইকেটটা আগে ব্যবহার করা হয়েছে। তবে বেশ ভাল উইকেট। আমাদের তেমনই মনে হয়েছে। কোনও সমস্যা হয়নি। খেলার প্রথমার্ধে প্রচুর রান হয়েছে। আমার মতে দিন-রাতের ম্যাচে দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন হয়। আলো এবং আরও কিছু বিষয় পরিস্থিতির পরিবর্তন ঘটায়। গোটা প্রতিযোগিতাতেই আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি। সেমিফাইনালেও সে রকমই প্রত্যাশা করেছিলাম।’’
উইলিয়ামসন মেনে নিয়েছেন, যোগ্য দল হিসাবেই বিশ্বকাপের ফাইনালে উঠেছেন রোহিত শর্মারা। উইলিয়ামসন বলেছেন, ‘‘মেনে নিতে অসুবিধ নেই, ভারত অনেক ভাল খেলেছে। প্রতিযোগিতার এই পর্যায় পর্যন্ত এসেও আরও এগোতে না পারা অত্যন্ত হতাশাজনক। আমরা একটা ভাল দলের কাছে হেরেছি। আমাদের সাত সপ্তাহের একটা যাত্রা শেষ হল।’’
ভারতীয় দলের প্রশংসা করে নিউ জ়িল্যান্ড অধিনায়ক আরও বলেছেন, ‘‘ভারতই এখন বিশ্বের সেরা দল। ওরা ওদের সেরা ক্রিকেট খেলছে বিশ্বকাপে। ম্যাচটা বেশ কঠিন ছিল। ক্রিকেটের ক্ষেত্রে মাঝেমধ্যে ব্যর্থতা আসে। আসল হল সেই পরিস্থিতি আপনি কী ভাবে মোকাবিলা করছেন। এই প্রতিযোগিতায় ভারত অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। সেমিফাইনাল পর্যন্ত একটা ম্যাচেও হারেনি। রাউন্ড রবিন লিগের মতো পর্যায় পেরিয়েও এমন খেলা ধরে রাখা সহজ নয়। ভারতের এই দলের মানসিকতাই অন্য রকম। মাঠে ওদের মধ্যে কখনও দ্বিধা দেখতে পাইনি। সন্দেহ নেই ভারত আরও আত্মবিশ্বাসী হয়ে ফাইনাল খেলতে নামবে।’’
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- আর্জেন্টিনা বনাম ব্রাজিল: বাংলাদেশ থেকে সরাসরি মোবাইলে খেলা দেখবেন যেভাবে
- এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বাংলাদেশের চমক
- সৌদি আরবে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা: সরাসরি মোবাইলে খেলা দেখবেন যেভাবে
- ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে যা জানালো সৌদি আরব
- জানা গেল বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ
- ২০৯ রান করেও হেরে তাসকিনকে নিয়ে যে সিদ্ধান্ত নিল লাখনৌ
- বাংলাদেশ বনাম ভারত: ম্যাচ শুরু সরাসরি মোবাইলে দেখবেন যেভাবে
- ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভারত মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ