ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ম্যাচ শেষে হারের কারণ জানালেন অধিনায়ক কেন উইলিয়ামসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৬ ১০:১৯:৫০
ম্যাচ শেষে হারের কারণ জানালেন অধিনায়ক কেন উইলিয়ামসন

‘এতো কাছে, তবু অনেকটা দূরে।’ এমন কথা নিজেই বলতে পারেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ২০১৯ সালের পরাজয় একেবারেই দুর্ভাগ্যজনক। সুপার ওভারে টাই হওয়ার পরও বাউন্ডারির ​​বিচারে শিরোপা জিততে পারেননি। ২০২৩ বিশ্বকাপ শুরু হয়েছিল রাজকীয় স্টাইলে। সেমিফাইনালেও ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতা।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ড ৭০ রানে হেরে যায়। কিন্তু ম্যাচের একটা বড় অংশ নিজেদের আধিপত্য বজায় রেখেছিল কিউই দল। তৃতীয় উইকেট জুটিতে ড্যারেল মিচেলের সঙ্গে ১৮১ রানের সাহসী জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন। যাইহোক, শেষ পর্যন্ত, রূপকথা ঘটেনি. শামির ৭ উইকেট ভারতকে ফাইনালের টিকিট এনে দেয়।

খেলা শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, প্রথমেই ভারতকে অভিনন্দন জানাই, তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। সম্ভবত তারা আজ নিজেদের সেরা ক্রিকেট খেলেছে। ৩৯৮ রান তাড়া করে জয় পাওয়া সত্যিই কঠিন ব্যাপার। তারপরও সতীর্থদের কৃতিত্ব দিতেই হয়, লড়াইয়ে টিকে থাকার জন্য গর্ব করার মত প্রচেষ্টা ছিল তাদের।

সেমিফাইনাল থেকে বিদায়ে কিছুটা হতাশ হলেও ভারতের প্রশংসা করতে ভোলেননি উইলিয়ামসন, ‘চলে যেতে হতাশ লাগছে, তবে গত সাত সপ্তাহে আমাদের প্রচেষ্টার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমাদের চেষ্টা ছিল, তবে যেমনটা বললাম, ভারত ছিল টপ ক্লাস। তাদের বিশ্বমানের ব্যাটার আছে, যারা আমাদের কোন সুযোগই দেয়নি। আপনি ৪০০ করবেন, এটাই যথেষ্ট সাফল্যের জন্য। তারা যেখানে গিয়েছে, সেটা প্রাপ্য ছিল। অসাধারণ খেলেছে।

টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে কয়েকজন ক্রিকেটারের অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল বলে উল্লেখ করেন উইলিয়ামসন, আমাদের কিছু খেলোয়াড় এবারের আসরে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। বিশেষ করে রাচিন রবিন্দ্র এবং ড্যারেল মিচেল পুরো টুর্নামেন্টে, বিভিন্ন পিচেই খুব ভালো খেলেছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ