ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কপাল পুড়লো মাহমুদউল্লাহ রিয়াদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৫ ১৭:৩৭:৪৬
কপাল পুড়লো মাহমুদউল্লাহ রিয়াদের

বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে ভারত থেকে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান আউট হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ওই সময় আউট থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াদ, যা পরে কাল হয়ে দাঁড়ায়।

সেই ড্রাইভের ফলে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। বাড়ি ফিরে এমআরআই করা হয়। আজ সকালে রিপোর্ট পেয়েছে বিসিবি। আঘাতের অবস্থার উপর নির্ভর করে, সেরে উঠতে কমপক্ষে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ম্যাচ অনিশ্চিত।

মাহমুদউল্লাহর ইনজুরির বিষয়ে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সেরে না ওঠার কারণে মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সফর মিস করবেন, এটা নিশ্চিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মাসের ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে। ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর। আর এই সিরিজ খেলতে আগামী ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

এর আগে চলতি মাসের ২১ তারিখ দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এই সিরিজে দেখা যাবে না রিয়াদকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ