ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার আসল তথ্য ফাঁস করলেন শ্রীরাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৫ ১৪:৪৭:৩৪
বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার আসল তথ্য ফাঁস করলেন শ্রীরাম

বাংলাদেশ দলের ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে অনেক আগেই। যেখানে গ্রুপ পর্ব থেকেই শোচনীয়ভাবে বিদায় নিতে হয়েছে টাইগারদের। সাকিবের দল ৯টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টি ম্যাচ। আসর শেষে টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা। এমন ব্যর্থতার পর ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্মকর্তারা সবাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকা কারিগরি উপদেষ্টা শ্রীধরন শ্রীরাম। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছেন, ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা, অল্পতেই খুশি থাকার প্রবণতা। তার কথা বলার সময়, তিনি নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্রকে উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন।

শ্রীরাম বলেন, ‘বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ হলো সেঞ্চুরি করতে না পারা। বড় স্কোর পেতে হবে। বিশ্ব ক্রিকেট এখন সে দিকেই চলছে। সব তরুণই ৫০ রানকে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে সক্ষম হচ্ছে। রাচিন রবীন্দ্র একটি বড় উদাহরণ। এখান থেকে বাংলাদেশ কিছু শিখতে পারে।’

ওপেনার তানজিদ তামিমকে নিয়ে শ্রীরাম বলছিলেন, 'ভারতের বিপক্ষে পঞ্চাশ করেছিল তানজিদ। সেদিন বোলাররা ছিল তার নিয়ন্ত্রণে। উইকেট খুব ভালো ছিল। বাংলাদেশের রান ছিল ৯৭ (৯৩) বিনা উইকেটে। সেদিন সেই পঞ্চাশকে শত রানে রূপান্তরিত করতে পারত। তাহলে ব্যাটারদের সমস্যা নিয়ে এই প্রশ্ন আপনি আমাকে করতেন না। সেখানেই তিনি নিজেকে বড় সময় হারিয়ে ফেলে। সেখানেই মানসিকতা বদলাতে হবে। আন্তর্জাতিক ফিফটিতেই তারা সন্তুষ্ট হয়ে যায়।'

এই বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি সেঞ্চুরি করেছে। মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন এটি। টপ অর্ডার ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে না পারায় শ্রীরামও হতাশ, যাকে তিনি দলের জন্য হতাশা হিসেবে দেখছেন।

শ্রীরাম বলছিলেন, 'শীর্ষ চার ব্যাটারের কেউই সেঞ্চুরি করতে পারেননি। এটি হতাশাজনক বিষয়। আমি মনে করি, ৫০ ওভারের ম্যাচ তখনই জিতবেন যখন কেউ ১৩০-১৪০ রান করবে এবং তারপরে সকলে মিলে সেটিকে ৩৩০-৩৪০ রানে নিয়ে যাবে। ভারতে যেখানে খেলা হয়, সেখানকার উইকেট অনেক ভালো। কিন্তু বাংলাদেশে কিছুটা ভিন্ন।‘

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ