ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বৃষ্টিতে সেমিফাইনাল ভাসলে যেভাবে ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৪ ২১:৫০:৪২
বৃষ্টিতে সেমিফাইনাল ভাসলে যেভাবে ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল ম্যাচের পর ম্যাচ। অনেক সময়ে স্বস্তির সমীকরণও কঠিন করে তুলেছে এই বৃষ্টি। এজন্য দলগুলো চরম বিপদে পড়েছে। সবশেষ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও বাধা হয়ে দাঁড়িয়েছিল বেরসিক বৃষ্টি।

তবে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে বৃষ্টি এখনও কোনো ব্যাঘাত ঘটায় নি। গ্রুপ পর্বে শুধু নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচটি বাধাগ্রস্ত হয়েছিল এই বৃষ্টিতে। সেই ম্যাচে ৪০২ রানের টার্গেট দিলেও বৃষ্টির কারণে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে যায় কিউইরা।

তবে এবার চূড়ান্ত চারের লড়াইয়ে প্রাকৃতিক এই নিয়ামককে নিয়ে শঙ্কা জেগেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃষ্টি দেখা দিতে পারে, দলগুলোর জন্য অস্বস্তির কারণ।

১৫ ও ১৬ নভেম্বর বৈশ্বিক এই মহাযজ্ঞের সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে দুপুর ২.৩০ টায়। প্রথমটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি হবে কলকাতার ইডেন গার্ডেনে। এর মধ্যে দ্বিতীয় সেমিতে কলকাতায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির কারণে সেমির জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তবে মজার বিষয় হলো, রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল। তাই এ ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠে যাবে। এতে শেষ চারে থেকেই বিদায় নিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের।

অন্যদিকে প্রথম সেমিফাইনালে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এই ম্যাচে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তবে হঠাৎ বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হলে রিজার্ভ ডে'তে গড়াবে ম্যাচ। আর ওইদিনও বল মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে স্বাগতিক ভারত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ