সচিনকে সেরা ওপেনারের তালিকা থেকে সরিয়ে যাকে বসালেন সৌরভ

টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে ১০ হাজার রান করা গাওস্করের পরে সেরা ওপেনার কে? এই প্রশ্নের উত্তরে সচিন তেন্ডুলকরের নাম মুখে আসাই স্বাভাবিক। সৌরভের মুখে যদিও অন্য নাম।
ভারতের সেরা ওপেনারদের তালিকায় শীর্ষে থাকবেন সুনীল গাওসকার। অনেকের মতে তিনি ভারতের সেরা ওপেনার। টেস্ট ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা গাওসকারের পর সেরা ওপেনার কে? এই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই উঠে আসে শচীন টেন্ডুলকারের নাম। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়কের মতে সচিন নন, গাওস্করের পরে সেরা ওপেনার বীরেন্দ্র সহবাগ।
সৌরভ অধিনায়ক থাকার সময় সহবাগকে মিডল অর্ডার থেকে তুলে এনে ওপেনার হিসাবে খেলিয়েছিলেন। এতেই শেবাগের ক্যারিয়ার বদলে যায়। সৌরভ বলেছেন,“টেস্ট ক্রিকেটটাই বদলে গিয়েছিল সহবাগের জন্য। দুর্দান্ত ক্ষমতা ছিল। যে গতিতে রান করত তা চমকে দেওয়ার মতো। সুনীল গাওস্করের পরে সেরা ওপেনার মনে হয় সহবাগই।”
সৌরভ বলেন, শেবাগ শুরুতে ওপেনার হিসেবে খেলতে চাননি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন: “আমি শেবাগকে ওপেন করতে বলেছিলাম। তিনি রাজি হননি। এর আগে কখনও ওপেন করেননি শেবাগ। আমি বিশ্বাস করি কেউ নির্দিষ্ট জায়গায় ব্যাট করার জন্য জন্মায় না। লর্ডসে ২০০২ সালে টেস্ট খেলতে নেমে দ্রুত ৮০ রান করে দিয়েছিল সহবাগ। সেখান থেকেই ওপেনার হিসাবে ওর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।”
সৌরভের মতে গাওস্করের পরেই ওপেনার হিসাবে ভারতে সেরা সহবাগ। তিনি বাদ রেখেছেন সচিন এবং রোহিত শর্মাকে। এঁদের মধ্যে সচিন সাদা বলের ক্রিকেটে ওপেন করলেও টেস্টে খেলতেন চার নম্বরে। রোহিত এ বারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। টেস্টেও এখন নিয়মিত ওপেন করেন। তবে আগে টেস্টে তিনি মিডল অর্ডারে খেলতেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে যা জানালো সৌদি আরব
- জানা গেল বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ
- ২০৯ রান করেও হেরে তাসকিনকে নিয়ে যে সিদ্ধান্ত নিল লাখনৌ
- সাকিবের নতুন ফেসবুক পোস্ট: সারা দেশে উঠলো আলোচনার ঝড়
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে কঠিন সমীকরণের সামনে ব্রাজিল
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার (২৭ মার্চ ২০২৫)
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- অবশেষে জানা গেল আফরান নিশোর হাতে হাতকড়ার কারণ
- ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন জ্যোতির্বিজ্ঞানীরা
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র