ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নতুন লুকে নেইমার, কবে ফিরবেন মাঠে, জানালেন নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৩ ১৮:২৮:৩০
নতুন লুকে নেইমার, কবে ফিরবেন মাঠে, জানালেন নিজেই

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র শুধু ফুটবল বিশ্বে খেলার জন্যই বিখ্যাত নন। স্টাইলের দিক থেকেও তিনি সেরাদের তালিকায় রয়েছেন।

সময়ে সময়ে নিজের স্টাইল পরিবর্তন করে আলোচনায় আসেন এই তারকা। এবারও এমন কাজ করলেন, মাথা ন্যাড়া করে ফেলেছেন নিজের মাথা।ইনস্টাগ্রামে তার ভেরিফাইড পেজ থেকে নেইমার লিখেছেন: 'নতুন লুক!'

নেইমারের এমন লুক নতুন নয়। এর আগেও তিনি নানা ধরনের হেয়ারস্টাইলের জন্য খবরে এসেছেন। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা ও পিএসজি পর্যন্ত দর্শকরা তাকে বিভিন্ন হেয়ারস্টাইলে দেখেছেন বহুবার। আল হিলালও এর ব্যতিক্রম নয়।

মূলত, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় নেইমার ফাউলের ​​শিকার হন। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এমনকি গুরুতর আঘাতের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তার মাঠে ফিরতে অনেক সময় লাগবে। তাই ব্রাজিলের জার্সিতে এভাবেই সময় কাটান সর্বোচ্চ এই গোলস্কোরার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ