ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশসহ যে ৮টি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, চলুন দেখে আসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১২ ২২:৪৬:৩৪
বাংলাদেশসহ যে ৮টি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, চলুন দেখে আসি

বিশ্বকাপের সময় আরেকটি লড়াই চলছিল। দুই বছর পর পাকিস্তানে আয়োজন করা হচ্ছে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের জন্য তাদের চলমান বিশ্বকাপের লিগ পর্বের প্রথম ৮ দলের মধ্যে থাকতে হবে। যে কারণে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ড অলিখিত চ্যাম্পিয়ন্স ট্রফি বাছাইপর্বের রূপ নেয়।

আজ (রোববার) স্বাগতিক ভারত বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ লিগ মৌসুম। এর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি দলও চূড়ান্ত হয়ে গেল। আয়োজক হিসেবে পাকিস্তানের জায়গা আগেই ঠিক হয়ে গেছে। এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টিকিটও চূড়ান্ত। এ ছাড়া বাকি তিনটি দল হলো আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

২০২১ সালে নির্ধারিত ছিল, ভারত বিশ্বকাপই হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের মাপকাঠি। তবে চলতি বিশ্বকাপের মাঝামাঝি সময়েই এ বিষয়ে জানতে পারবে দলগুলো। আর তাই প্রথম দিকে পিছিয়ে থাকা দলগুলো অনেক চাপের মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ, এই বিশ্বকাপের শুরুতে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড লিগ টেবিলের তলানিতে ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত তিন জয়ে বিপর্যস্ত হয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। অবশেষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হয়ে গেছে।

বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেরা নিয়ে তেমন হিসেব-নিকেশে যেতে হয় নি আফগানদের। নয় ম্যাচে চার জয় নিয়ে বিশ্বকাপ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

মূল লড়াইটা চলছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডকে ঘিরে। নয়টি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে এই তিন দল। সাত ম্যাচে হেরেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকা অবস্থায় বাংলাদেশ যথাক্রমে অষ্টম, শ্রীলঙ্কা নয় এবং নেদারল্যান্ডস দশম অবস্থানে রয়েছে। চলমান বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ