ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়াঃ আইসিসির সিদ্ধান্তকে অবৈধ বললেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১২ ২০:১৪:১২
এইমাত্র পাওয়াঃ আইসিসির সিদ্ধান্তকে অবৈধ বললেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ও অযাচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।

শ্রীলঙ্কার ক্রিকেটের সদস্যপদ পুনর্বহাল করার জন্য আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে দেশটি। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রোশন রানাসিংহে এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে রানাসিংহে বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসির সাসপেনশন বেআইনি। আমাদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে বিদ্বেষপূর্ণভাবে সদস্যপদ স্থগিত করা হয়েছে। আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’-এর কথা উল্লেখ করেছে। তবে অভিযোগগুলো নির্দিষ্ট করেনি।’

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘যদি আমরা আইসিসির থেকে প্রতিকার পেতে ব্যর্থ হই, তাহলে আমরা সুইজারল্যান্ডের খেলাধুলার সালিসি আদালতে যাব।’

গত শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে তার বাধ্যবাধকতাগুলো গুরুতরভাবে লঙ্ঘন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর দেশটির সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করেছে। আর এ কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে আইসিসির সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের শর্তগুলো আইসিসির বোর্ডে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ