ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নিউজিল্যান্ড সিরিজের আগেই বড় দুঃসংবাদের কালো ছায়া টাইগার শিবিরে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১২ ১৪:৩৪:১৮
নিউজিল্যান্ড সিরিজের আগেই বড় দুঃসংবাদের কালো ছায়া টাইগার শিবিরে

চলতি বিশ্বকাপের শুরু থেকেই ফর্মের বাইরে তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। বিশ্বকাপের পর বিশ্রাম নেবেন এই টাইগার পেসার। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না তিনি।

আসলে তাসকিন মাংসপেশির সমস্যায় ভুগছেন। তাই কোনো ঝুঁকি না নিয়ে আসন্ন টেস্ট সিরিজে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তাসকিন নিজেই গণমাধ্যমকে এ কথা জানান।

চলতি মাসের ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

জাতীয় দলের তৃতীয় সদস্য হিসেবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন। ইবাদত হোসেন ও সাকিব আল হাসানকে পাওয়া যাবে না বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। প্রথম টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের চোটের কারণে টুর্নামেন্টের বাইরে ছিলেন এই বাংলাদেশ অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্টে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফাস্ট বোলারদের মধ্যে ইবাদত হোসেনকেও পাবে না বাংলাদেশ। বিশ্বকাপের আগে ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ