ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সাকিব ও তামিমের বিরোধ নিয়ে খোলামেলা জবাব দিলেন তাসকিন আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১২ ১২:১৪:০৪
সাকিব ও তামিমের বিরোধ নিয়ে খোলামেলা জবাব দিলেন তাসকিন আহমেদ

বিশ্বকাপের আগেও বাংলাদেশ ক্রিকেট ছিল বিতর্কে ভরপুর। বিশ্বকাপের আগে দলের বিশ্বস্ত দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিরোধ নিয়ে দেশটির গণমাধ্যমে শিরোনাম তৈরি হয়। সেই বড় বিতর্কের চাপ মাথায় রেখেই বিশ্বকাপ খেলতে হয়েছে বাংলাদেশকে। এই পুরো ঘটনায় মাঠের বাইরের চাপ বা মাঠের মাঠের পারফরম্যান্স কোনোটাই বাংলাদেশের পক্ষে ছিল না।

পুরো বিশ্বকাপ জুড়েই খেলোয়াড়দের প্রশ্নে বারবার নজর কেড়েছে তামিম ও সাকিবের বিষয়টি। গতকাল বিশ্বকাপে তাদের শেষ ম্যাচের পর দলের ফাস্ট বোলার তাসকিনকেও প্রশ্ন করা হয় তামিম-সাকিব ইস্যু নিয়ে। খোলা মন নিয়ে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন আহমেদ।

ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, 'খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।’

পুনের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা। মিচেল মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও দিলেন তাসকিন, 'ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতাম।’

অবশ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে নারাজ তাসকিন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকনোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো। আমার কাছে মনে হলো। ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।’

বাংলাদেশ ম্যাচ জিতলে বোলারদের নিয়ে এতসব কথা হতো না বলেন জানান তাসকিন, ‘এটাও হতে পারে। যদি আমরা জিততাম এসব কোনো প্রশ্নই হতো না। হারার কারণে চোখে পড়ছে বেশি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ