ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দুঃশ্চিন্তার মেঘ সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনেকটাই কাছাকাছি টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৯ ২২:৩৭:৪৯
দুঃশ্চিন্তার মেঘ সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনেকটাই কাছাকাছি টাইগাররা

মহান প্রত্যাশা সঙ্গে ভ্রমণ. শুরুটা দারুণ ছিল। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া নিয়ে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও বেড়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কা দল নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সুখবর আছে তাতে কোনো সন্দেহ নেই। এখন সমীকরণ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধে বাংলাদেশ বলা চলে!

গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড প্রথম চার ম্যাচ জিতে বিদায় নিলেও পরের চার ম্যাচে হেরেছে। তবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে চলে আসে কিউইরা।

অন্যদিকে কিউই দলের জয়ে বিপাকে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সমীকরণ অনুযায়ী, কিউইদের হারিয়ে শেষ চারে উঠতে পাকিস্তান বা আফগানিস্তানকে 'অসম্ভব' কিছু করতে হবে। শেষ ম্যাচে উভয় দলকেই শুধু জিততেই হবে না, কিউই দলের ০.৭৪৩ রেটিং পয়েন্টকেও ছাড়িয়ে যেতে হবে।

বর্তমানে পাকিস্তানের রেটিং পয়েন্ট ০.০৩৬। এবং আফগানিস্তান -০.৩৩৮. নিউজিল্যান্ডের বড় জয়ে পাকিস্তান-আফগানিস্তান সমস্যায় পড়লেও দরজা খুলে দিল বাংলাদেশ দল। কিউই দলের কাছে হেরে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তার রেটিং পয়েন্ট -১.৪১৯।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কানদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর বাংলাদেশের শক্তি বেড়েছে। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তার শেষ ম্যাচে জিতলে কোনো টাই ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।

আর বাংলাদেশ হারলে বড় ব্যবধানে না হারলে পয়েন্ট তালিকার অষ্টম দল হিসেবে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে টাইগাররা। তবে নেদারল্যান্ডসকে হারানোর জন্য বাংলাদেশকে কামনা করতে হবে।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৬০ রান করলে, ২০০ রান করলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে। আর টাইগাররা আগে ব্যাট করে ২০০ রান করলে, আজিরা ২৩ ওভারের আগে তাড়া করতে না পারলেও এই টুর্নামেন্টে খেলবে লাল-সবুজরা।

পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা নেদারল্যান্ডের রেটিং পয়েন্ট -১.৬৩৫ এবং অষ্টম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট -১.১৪২। সহজ কথায়, অজিদের কাছে বড় ব্যবধানে না হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ