ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ম্যাথিউসের ভাইয়ের মন্তব্যে উচিত জবাব দিলো গল টাইটান্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৯ ১৪:১১:৩৪
ম্যাথিউসের ভাইয়ের মন্তব্যে উচিত জবাব দিলো গল টাইটান্স

টাইম আউট বর্তমানে ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয়। চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর এ নিয়ে চলতে থাকে নানা ধরনের আলোচনা-সমালোচনা। ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস এই বিতর্কে ইন্ধন যোগ করেছেন।

এক সাক্ষাৎকারে ম্যাথিউসের ভাই বলেছেন, সাকিব শ্রীলঙ্কায় খেলতে গেলে ভক্তরা তাকে লক্ষ্য করে পাথর ছুড়বে। ম্যাথুস ভাইয়ের কথায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিবের দল গল টাইটান্স।

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে একাধিকবার শ্রীলঙ্কায় গেছেন সাকিব। এছাড়া সাকিবও তার ক্যারিয়ারে বেশ কয়েকবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় গেছেন। গত এলপিএলে তিনি গালে টাইটান্সের হয়ে খেলছেন।

"দয়া করে মনে রাখবেন যে একজন ব্যক্তির মন্তব্য কখনই সমগ্র দেশের মতামতকে প্রতিফলিত করে না," গল টাইটানস বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে। একইভাবে, শ্রীলঙ্কার জনগণ কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা সবসময় অন্য দেশের ক্রিকেটারদের ভালোবাসা দিয়ে স্বাগত জানাবে।

গল টাইটান্স তাদের বিবৃতিতে কারও নাম না করলেও বিষয়টি যে সাকিব ও ত্রিভান ম্যাথিউসের দিকেই আঙুল তুলেছে তা স্পষ্ট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ