ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ম্যাথিউস ইস্যুর পর বিশ্বকাপের ম্যাচে আবার হেলমেট সমস্যা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৮ ১৯:৫১:৪০
ম্যাথিউস ইস্যুর পর বিশ্বকাপের ম্যাচে আবার হেলমেট সমস্যা

দুদিন আগে হেলমেট নষ্ট হয়ে ইতিহাসে প্রথমবারের মতো আউট হন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। হেলমেট বাঁধার সময় তিনি হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে ফেলেন। সেই হেলমেট বদলাতে অতিরিক্ত সময় লেগেছে। পরে সবাইকে অবাক করে দিয়ে সাকিব তার বিরুদ্ধে টাইম আউটের আবেদন করলে আম্পায়ার সাড়া দেন। কোনো বল না খেলেই ক্রিজ ছাড়তে হয় ম্যাথিউসকে।

সেই আউট নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি যখন আবার একই বিভ্রাট দেখা গেল। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে আরিয়ান দত্তের বলে আউট হন মঈন আলি। তৃতীয় বল খেলতে আসেন ক্রিস ওকস।

কিন্তু মাঠে নামার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন তার হেলমেটে কিছু সমস্যা হয়েছে। সাকিব শেখান বা না পড়ুন, ক্রিস ওকস সরাসরি আম্পায়ার এহসান রাজার কাছে যান। বললেন তার সমস্যার গল্প।

আম্পায়ার এহসান রাজা বুঝতে পেরে হেলমেট পরিবর্তন করতে রাজি হন। এটা মেনে নিয়ে ওকসের জন্য নতুন হেলমেটও আনা হয়। ক্রিজে উপস্থিত খেলোয়াড়দের প্রচুর হাসতে দেখা যায়। ম্যাথুস মামলার পর ক্রিকেটাররা যে সময়ের ব্যাপারে খুবই সতর্ক হয়ে উঠেছেন, তা এদিন স্পষ্টই অনুভূত হল।

এমসিসি আইনের নিয়ম ৪০.১.১ অনুসারে, 'যে ব্যাটসম্যান আউট বা অবসর নেওয়ার পরে ব্যাটসম্যান বা অন্য কোনও ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন তিনি আউট হতে বাধ্য।

তবে বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এ ক্ষেত্রে সময় ২ মিনিট। গত সোমবারের ম্যাচে দুজনকেই পেছনে ফেলেছেন ম্যাথিউস। ফলে বাংলাদেশের আপিলের পর আম্পায়াররা তাকে আউট দেন। তবে, ম্যাথুস দাবি করেছেন যে তিনি অন্তত ৫ সেকেন্ড আগে বল খেলতে প্রস্তুত ছিলেন। এ নিয়ে ক্রিকেট মাঠ এখনো উত্তপ্ত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ