ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ডাচদের বিশাল রানের টার্গেট দিলো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৮ ১৮:১৩:৫৭
ডাচদের বিশাল রানের টার্গেট দিলো ইংল্যান্ড

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমেছে ইংল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না ইংলিশরা। পাঁচ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে নয় উইকেটে ৩৩৯ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। তবে ম্যাচের সপ্তম ওভারে আঘাত হানেন আরিয়ান দত্ত। তার বল সুইপ করতে গিয়ে মিকিরিনের তালুবন্দী হন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ১৫ রান করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মালান। দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৮৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

মালানের একটু আগে আউট হন জো রুটও। তিনি করেন ২৮ রান। হ্যারি ব্রুক ও জস বাটলার দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হওয়ার আগে এ দুই ব্যাটার যথাক্রমে ১১ ও ৫ রান করেন।

অ্যাটিকসন ও রশিদ এখন দলকে এগিয়ে নিয়েছেন। এ দুই ব্যাটার অপরাজিত আছেন যথাক্রমে ২ ও ১ রানে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ