ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

'টাইম আউট'-এর শিকার হতে পারতেন বাংলাদেশের এক ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৮ ১৪:৩২:২২
'টাইম আউট'-এর শিকার হতে পারতেন বাংলাদেশের এক ক্রিকেটার

বর্তমানে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় আলোচনা-সমালোচনা হচ্ছে 'টাইম আউট' নিয়ে। চলতি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো 'টাইম আউট' হয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথিউস। এবার সেই টাইম আউট নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন টাইগারদের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি বলেন, আয়ারল্যান্ড সিরিজে 'টাইম আউট'-এর শিকার হতে পারতেন শরিফুল।

ডোনাল্ড বলেন, ম্যাথিউস যে পরিস্থিতির মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন তা যে কারোরই হতে পারে। আয়ারল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচে ভুল জুতা পরে মাঠে নামেন ফাস্ট বোলার শরিফুল। পরে তিনি সেই জুতা পরিবর্তন করেন। আর তা করতে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নষ্ট করেন শরিফুল। সেই ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক আউটের আবেদন না করায় সেই যাত্রায় তিনি 'টাইম আউট' থেকে রক্ষা পান।

সেই ঘটনার কথা স্মরণ করে টাইগারদের ফাস্ট বোলিং কোচ বলেন, 'শরিফুলের একটা ঘটনা বলতে পারি। ভুল জুতা পরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে নেমেছিলেন তিনি। তিনি সাদা এবং সবুজ জুতা পরে আসেন. জুতা বদলাতে তার সময় লেগেছিল এবং সে সময়সূচীর আগে ছিল। এবারও একই ধরনের ঘটনার বিষয়ে কিছু বলা হয়নি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ