ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ইনিংসঃ শচীন টেন্ডুলকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৮ ১১:০২:৫১
আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ইনিংসঃ শচীন টেন্ডুলকার

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের ইনিংস দেখে শচীন টেন্ডুলকার খুবই মুগ্ধ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাক্সওয়েলের ইনিংসটিকে শচীন তার জীবনের সেরা ওডিআই ইনিংস বলে বর্ণনা করেছেন। ম্যাক্সওয়েলের ইনিংস সব সময় মনে থাকবে। এভাবেই সোশ্যাল মিডিয়া এক্সে (আগের টুইটার) ম্যাক্সওয়েলের প্রশংসা করেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন।

তিনি লিখেছেন, 'ইব্রাহিম জাদরান অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে। তার ব্যাটে আফগানিস্তান স্কোরবোর্ডে বড় রান তুলতে সক্ষম হয়। ম্যাচের ৭০ ওভারে আফগানরা ভালো খেললেও শেষ ২৫ ওভারে তাদের জয়ের কোনো সুযোগ দেননি গ্লেন ম্যাক্সওয়েল। এরপর শচীন লিখেছেন, 'সর্বোচ্চ চাপের সঙ্গে সর্বোচ্চ পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তানের ইনিংস পরিচালনা করেন জাদরান। ১২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এই বিশ্বকাপে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান এই ম্যাচেও রান করেছেন। আফগানিস্তানের ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৯১ রান।

ম্যাক্সওয়েল এককভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, যার জয়ের আশা ধূলিসাৎ হয়ে গিয়েছিল ৯১ রানে ৭ ব্যাটসম্যান বাকি থাকার পরে। ১২৮ বলে তার ২০১ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সোমবার আফগানিস্তানের বিপক্ষে তিনি প্রমাণ করেছেন কীভাবে এক হাত ও এক পায়ে ভর করে দাঁড়াতে হয় ম্যাচ জিততে। ৯১ রান করে দলকে ২৯২ রানে নিয়ে যান ম্যাক্সওয়েল। করেছেন দুইশত। পায়ে ব্যথার কারণে হাঁটতে পারছিলেন না ম্যাক্সওয়েল।

মুম্বাইয়ের উচ্চ আর্দ্রতায় লম্বা ইনিংস খেলা সহজ নয়। মাঠ ছোট এবং বড় শট খেলা যতটা সহজ, একই ছন্দে বেশিক্ষণ ইনিংস খেলাটা খুবই কঠিন। যদিও তার মানসিক আত্মবিশ্বাসের উচ্চতায়, ম্যাক্সওয়েল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শতক শুরু হওয়ার আগেই পায়ের পেশী শক্ত হতে শুরু করে। দুবার মাঠে ঘুমিয়েছেন। ডাক্তাররা ম্যাক্সওয়েলকে তার পিঠে ও কোমরে চাপ দিয়ে সক্রিয় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন। অন্য কোনো ক্রিকেটার হলে বাজে শট খেলে উইকেট নিতেন। কিন্তু ম্যাক্সওয়েল ভিন্ন ধাতু দিয়ে তৈরি। তার দিনে যাওয়া থেকে তাকে আটকানো কঠিন। তার শরীর তাকে সমর্থন করছে না বলে সে দৌড় বন্ধ করে দেয়। সে উঠে দাঁড়িয়ে খেলা শুরু করল। তারপরও তা আটকাতে পারেনি আফগানিস্তানের বোলাররা। ম্যাক্সওয়েল অল্প সময়েই মারেন চার ও ছক্কা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ