ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘ওয়ান ম্যান আর্মি’ ম্যাক্সওয়েলের ঝড়ে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৭ ২২:৫১:৪৫
‘ওয়ান ম্যান আর্মি’ ম্যাক্সওয়েলের ঝড়ে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

কয়েকদিন আগে গলফ খেলতে গিয়ে চোট পান গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট কাটিয়ে আজকের ম্যাচে ২২ গজ নিয়ে ফিরেছেন তিনি। ফিরতি ম্যাচে ইতিহাস সৃষ্টি! বড় ইনিংস খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও থেমে থাকেননি তিনি। দীর্ঘ সময় এক পায়ে শট খেলেন, এককভাবে দলের জয় নিশ্চিত করেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ১২৯ রান করেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট নেন জশ হ্যাজলউড। জবাবে ৪৬ ওভার ও ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২০১ রান করেন ম্যাক্সওয়েল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ