ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সেমিফাইনালে যেতে অজিদেরকে যত রানের টার্গেট দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৭ ১৮:২৪:৩৫
সেমিফাইনালে যেতে অজিদেরকে যত রানের টার্গেট দিল আফগানিস্তান

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর দারুন ভাবে জমে উঠেছে। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই ম্যাচে দুই দলেরই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। আজকের ম্যাচে যে জিতবে সে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হয়ে উঠবে সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহি।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছেম্যাচটি। গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে অজিরা। দলে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন ও স্টিভেন স্মিথ। অন্যদিকে আফগান একাদশ থেকে জায়গা হারিয়েছেন ফজল-হক-ফারুকি। আর একাদশে ঢুকেছেন নাভিন-উল-হক।

এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর আফগানিস্তান ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেন। ফলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ২৯২ রান দরকার।

অস্ট্রেলিয়া একাদশ : ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন-উল হক

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ